ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিএল

পাঞ্জাবকে উড়িয়ে দিল্লীর প্রথম জয়

প্রকাশিত: ০৯:০৭, ১৬ এপ্রিল ২০১৬

 পাঞ্জাবকে উড়িয়ে দিল্লীর প্রথম জয়

স্পোর্টস রিপোর্টার ॥ কিংস ইলেভেন পাঞ্জাবকে সহজেই ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে দিল্লী ডেয়ারডেলিভস। শুক্রবার রাতে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে অতিথি পাঞ্জাব সংগ্রহ করে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান। ১১২ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি ককের দারুণ ব্যাটিংয়ে ১৩.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে (১১৩ রান) পৌঁছে যায় স্বাগতিক দিল্লী। এটি নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লীর প্রথম জয়। আর টানা দুই পরাজয় পাঞ্জাবের। টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দিল্লী অধিনায়ক জহির খান। শুরু থেকেই স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়েন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। ওপেনার মানান বোহরা, শেষ দিকে মোহিত শর্মা ও প্রদীপ সাহু ছাড়া আর কেউই মাথাচাড়া দিয়ে উঠতে পারেননি। যে কারণে নির্ধারিত ওভারে ৯ উইকেটে পাঞ্জাবের ইনিংস থেমে যায় ১১১ রানে। দিল্লীর স্পিনার অমিত মিশ্র বল হাতে ছিলেন রীতিমতো বিধ্বংসী। তিন ওভারে মাত্র ১১ রান খরচায় তিনি কব্জা করেন ৪ উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানে ওপেনার সেরেয়াস আইয়ারকে হারালেও জয় পেতে সমস্যা হয়নি দিল্লীর। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার কুইন্টন ডি কক ও ওয়ান ডাউনে নামা সাঞ্জু স্যামসনের ৯১ রানের পার্টনারশিপে উড়ন্ত জয় তুলে নেয় দিল্লী। ৩৯ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে ১১৩ রান করে জহির খানের দল। দিল্লীর ওপেনার ডি কক ৫৯ রানে অপরাজিত থাকেন। স্কোর ॥পাঞ্জাবÑ১১১/৯ (২০ ওভার); বোহরা ৩২, প্রদীপ ১৮*, মোহিত ১৫; অমিত মিশ্র ৪/১১, জহির ১/১৪, ক্রিস মরিস ১/১৯ দিল্লীÑ১১৩/২ (১৩.৩ ওভার); ডি কক ৫৯*, স্যামসন ৩৩; সন্দীপ শর্মা ১/৬, অক্সার প্যাটেল ১/২৫) ফল ॥ দিল্লী ৮ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ অমিত মিশ্র (দিল্লী)।
×