ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশেষজ্ঞ অভিমত হার্ট ও ব্রেন এ্যাটাক হলে এক ঘণ্টার মধ্যে মারা যায় ২৫ ভাগ রোগী

প্রকাশিত: ০৮:২৪, ১৬ এপ্রিল ২০১৬

বিশেষজ্ঞ অভিমত হার্ট ও ব্রেন এ্যাটাক হলে এক ঘণ্টার  মধ্যে মারা যায় ২৫ ভাগ রোগী

স্টাফ রিপোর্টার ॥ হার্ট ও ব্রেন এ্যাটাক হলে ২৫ ভাগ রোগী ১ ঘণ্টার মধ্যে মারা যায়। তাই এ্যাটাক হলে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিতে হবে। যে সব হাসপাতালে এনজিওগ্রাম, এনজিওপ্ল্যাস্টি, স্টেন্টিংসহ বাইপাস সার্জারির ব্যবস্থা আছে রোগীকে সে সব হাসপাতালে নিতে হবে। শুক্রবার উত্তরা ক্লাবে উত্তরা কার্ডিয়াক সেন্টার ও লুবানা জেনারেল হাসপাতাল আয়োজিত ‘হার্ট এ্যাটাক ও ব্রেন এ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা’ বিষয়ক এক সেমিনারে বিশেষজ্ঞ আলোচক হিসেবে অংশ নেন প্রফেসর ডাঃ জালাল উদ্দিন, ডাঃ প্রফেসর ডাঃ সৈয়দ আলী আহসান, ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ ফয়েজুল ইসলাম, ডাঃ রাশিমুল হক রিমন, ডাঃ সুভাষ কান্তি দে প্রমুখ। হাসপাতালের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও ডাঃ রাকিবুল ইসলাম লিটুর সঞ্চালনায় সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন হাসপাতালের এমডি শাহ মোঃ জহিরুল ইসলাম, উত্তরখান ইউপির চেয়ারম্যান কামাল উদ্দিন, সমাজসেবক বাহাউদ্দিন বাবুল প্রমুখ। হার্টের রোগী ও জনসাধারণের উদ্দেশে বিশেষজ্ঞ ডাক্তার বলেন, ঘরে-বাইরে হার্ট এ্যাটাক হলে দ্রুত ৩০০ মিলি গ্রামের এ্যাসপিরিন, ৩০০মিলি গ্রামের ক্লোপিডেগরল, প্যানটোপাজল (২০মিলি), এট্রোভাসপিটিন (২০ মিলিগ্রাম) ও ঘুমের ওষুধ (এলপ্রাজোলাম ০.৫ মিলিগ্রাম) খেয়ে নিয়ে দ্রুত হার্টের হাসপাতালে যেতে হবে। এতে হার্টের রোগীদের মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে যাবে।
×