ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পল্লবীতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ॥ দগ্ধ ৩

প্রকাশিত: ০৮:২৩, ১৬ এপ্রিল ২০১৬

পল্লবীতে গ্যাসের  সিলিন্ডার বিস্ফোরণ ॥  দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী ও তাদের দেড় বছরের মেয়ে দগ্ধ হয়েছে। পুরান ঢাকার বংশালে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে আফরোজা আক্তার (২৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রী ও মেয়ে দগ্ধ ॥ পল্লবীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী ও শিশু মেয়ে দগ্ধ হয়েছে। এরা হচ্ছে রনি (৩৫), স্ত্রী শাহানা আক্তার (২৫) ও দেড় বছরের মেয়ে রুজি। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটে আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, শাহানার শরীর ৫০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। আর তার দেড় বছরের মেয়ে রুজির দুই হাত পুড়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু ॥ বংশালে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে আফরোজা আক্তার (২৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত আনসার আলী। বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাপিলা গ্রামে। আফরোজা আবদুল হাদী লেনের ওই সাত তলা বাসার ছয়তলায় ছমির উদ্দিনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল।
×