ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের তুলনায় আমাদের পুলিশ কম হত্যা করেছে ॥ জয়

প্রকাশিত: ০৭:৫৬, ১৬ এপ্রিল ২০১৬

যুক্তরাষ্ট্রের তুলনায় আমাদের পুলিশ কম হত্যা করেছে ॥ জয়

বিডিনিউজ ॥ ‘বিচারবহির্ভূত হত্যা ও গুমের’ ঘটনায় সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বলে যে প্রতিবেদন যুক্তরাষ্ট্র দিয়েছে, তার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি ওয়াশিংটনের পাল্টা সমালোচনায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করলে, আমাদের পুলিশ কম হত্যা করেছে। আমরা অপহরণ বা নির্যাতনকে কোনভাবেই অনুমোদন করি না।’ ২০১৫ সালে বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের ওই বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, ‘আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হত্যা ও আইন লঙ্ঘনের ঘটনার তদন্ত বা দোষীদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ বাংলাদেশ সরকার খুব কমই নিয়েছে।’ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কত মানুষের মৃত্যু হয়, তার কোন পরিসংখ্যান সরকার প্রকাশ করে না তিনি বলেন, বাস্তবতা হচ্ছে এই যে, ২০১৫ সালে মার্কিন পুলিশ তাদের দেশে ৯৮৬ জনকে গুলি করে হত্যা করেছে। এই তথ্যটি প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্ট পত্রিকায়।’
×