ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুসলিম বিশ্বের মতপার্থক্য দূর করতে ওআইসির উদ্যোগ চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৪, ১৬ এপ্রিল ২০১৬

মুসলিম বিশ্বের মতপার্থক্য দূর করতে ওআইসির উদ্যোগ চায় বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ মুসলিম বিশ্বের ঐক্যের জন্য ওআইসির দেশগুলোর মতপার্থক্য দূর করতে সংস্থাটির উদ্যোগ চেয়েছে বাংলাদেশ। এ উদ্দেশে বাংলাদেশ ওআইসি মেডিয়েশন এ্যান্ড কনফ্লিক্ট রেজোল্যুশন গ্রুপ গঠনের প্রস্তাব করেছে। এছাড়া সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করা হয়েছে। ইস্তাম্বুলে ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত বক্তব্যে এ আহ্বান জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ওই বক্তব্য পাঠ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইসলামী মূল্যবোধÑ ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও সবার অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে ঐক্য প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে ওই বক্তব্যে। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ত্রয়োদশ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাহমুদ আলী। দুই দিনের এ সম্মেলন শুক্রবার শেষ হয়। সন্ত্রাসবাদ ও গোষ্ঠীগত সংঘাতসহ নানা সঙ্কটের মধ্য দিয়ে মুসলিম বিশ্ব যে অস্থির সময় পার করছে তার প্রেক্ষাপটে ‘ন্যায়বিচার ও শান্তির জন্য ঐক্য ও সংহতি’ সেøাগান নিয়ে এবারের সম্মেলন হয়। এতে ৩০টির মতো দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ২০টির বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। সম্মেলনে বিভিন্ন মুসলিম দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গোষ্ঠীগত সংঘাত, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা, ইসলাম ভীতি, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক ত্রাণ সহায়তা, মুসলিম সমাজের পশ্চাৎপদতা, ফিলিস্তিন সঙ্কট, দারিদ্র্য, উন্নয়ন সংক্রান্ত বিষয়াবলী এবং ওআইসির দশ বছর মেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
×