ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইটি ডটকম

ইনস্টাগ্রাম ফেসবুকের মতো হতে যাচ্ছে

প্রকাশিত: ০৬:৫৯, ১৬ এপ্রিল ২০১৬

ইনস্টাগ্রাম ফেসবুকের মতো হতে যাচ্ছে

ইনস্টাগ্রাম ঘোষণা করেছে যে পোস্ট করা ছবিগুলোকে বিপরীত ক্রমবিন্যাসে প্রদর্শনের পরিবর্তে একটা এলগোরিদম ব্যবহারের দ্বারা বিন্যস্ত করে তারা ব্যবহারকারীদের টাইমলাইনের চেহারা বদলে দেয়ার পরিকল্পনা নিয়েছে। কোম্পানি এই পদক্ষেপটির ব্যাখ্যা করে বলেছে যে তারা মনে করে কিছু কিছু পোস্টকে অন্যগুলোর তুলনায় অগ্রাধিকার দেয়াই ব্যবহারকারীদের জন্য সর্বোত্তম। এমন ধারণার কারণ দর্শীয়ে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, জেনে অবাক হতে হয় যে লোকে তাদের পোস্টগুলোর গড়ে ৭০ শতাংশ পরে আর খুঁজে পায় না। ইনস্টাগ্রামের প্রসার ঘটায় লোকে যেসব ছবি ও ভিডিও শেয়ার করে সবগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলা উত্তরোত্তর কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার মানে অনেক সময় আপনি সেইসব পোস্ট দেখতে পান না যেগুলো দেখার জন্য সবচেয়ে ব্যাকুল হতে পারেন। এই অবস্থার উন্নতির জন্য আপনার ফিড শীঘ্রই এমন ক্রমানুসারে বিন্যস্ত করা হবে যাতে করে যে মুহূর্তগুলো আপনার সবচেয়ে বেশি প্রিয় সেগুলোকে দেখতে পারেন। ইনস্টাগ্রাম জানিয়েছে যে এজন্য যে এলগোরিদম তারা উদ্ভাবন করেছে তার দ্বারা ব্যবহারকারীদের সম্পর্কগুলো এবং কোন নির্দিষ্ট পোস্ট কতটা সময়োচিত হয়েছে তা দেখে পোস্টগুলোর গুরুত্ব পরিমাপ করা হবে। কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার ব্যাপারটা বিস্তারিতভাবে না বলা হলেও ধারণা করা যায় যে ব্যবহারকারীরা যেসব এ্যাকাউন্ট ঘন ঘন ব্যবহার করে বা লাইক দেয় সেই এ্যাকাউন্টের পোস্টগুলোই তাদের ফিডে অধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ফেসবুক যেভাবে ব্যবহারকারীদের টাইমলাইন প্রদর্শন করে ইনস্টাগ্রামের এই ব্যাপারটাও হবে অনেকটা সেরকম। ২০১২ সালে ইনস্টাগ্রাম কিনে নেয়ার পর থেকে ফেসবুক এই প্রতিষ্ঠানটি বরাবর যেভাবে চলে এসেছে সেভাবেই সেটাকে চলতে দিয়েছে যদিও কোম্পানি দুটোর কমিউনিটি গাইডলাইন ও বিজ্ঞানী সার্ভিস অভিন্ন। ফেসবুক অবশ্য ব্যবহারকারীদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক পোস্টগুলো পরিবেশনের চেষ্টায় মূল টাইমলাইনটা যেভাবে আঁকড়ে ধরে ছিল তার জন্য বছরের পর বছর প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছে। গত বছর কোম্পানি নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ঘোষণা করেছে যার বদৌলতে ব্যবহারকারীরা পোস্টগুলো যেভাবে প্রদর্শিত হয় সে ব্যাপারে আরও ইনপুট লাভ করবে। যেমন নির্দিষ্ট বন্ধুদের পোস্ট প্রথমে দেখতে পাওয়ার সুযোগ লাভ করা। তবে ইনস্টাগ্রামের নতুন পরিবর্তন রীতিটা ব্যবহারকারীদের নিজস্ব এ্যাকাউন্টে প্রয়োগের ব্যাপারটা কখন দেখতে পাওয়া যাবে তা পরিষ্কার নয়। নতুন এলগোরিদম কখন চালু হবে কোম্পানি সেই সময়সীমাও জানায়নি। তবে জানা গেছে যে নতুন ক্রমটি শতকরা ১০ ভাগেরও কম ব্যবহারকারীর উপরই প্রথমে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। সূত্র : ওয়াশিংটন পোস্ট
×