ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিটিভির নতুন ধারাবাহিক ‘সুপারগার্লস’

প্রকাশিত: ০৬:২৫, ১৬ এপ্রিল ২০১৬

জিটিভির নতুন ধারাবাহিক ‘সুপারগার্লস’

স্টাফ রিপোর্টার ॥ সাংস্কৃতিক অঙ্গনের পাঁচ তরুণী টয়া, নাদিয়া, সাফা কবির, কেয়া রহমান ও অন্বেষাকে নিয়ে নির্মিত নতুন টিভি সিরিজ ‘সুপারগার্লস’ আজ শনিবার থেকে জিটিভিতে প্রচার শুরু হচ্ছে। সিরিজটি প্রতি শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১১টায় প্রচার হবে। পাশাপাশি ৬ দিনে দেখানো পর্বগুলো একত্রে টেলিছবি হিসেবে প্রচার হবে শুক্রবার রাত ৮টায়। ‘সুপার গার্লস’ সিরিজের গল্প ও চিত্রনাট্য লিখেছেন ভারতীয় টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনাট্যকার প্রিয়া ওয়াল। পরিচালনায় তানিম রহমান অংশু। চিত্রনাট্যের দেখভাল করছেন গাউসুল আজম শাওন। নাটকটির নির্বাহী প্রযোজক শাহরিয়ার শাকিল। এ ছাড়াও স্পন্সর হিসেবে রয়েছে হাতিল, ইউনিলিভারের লাক্স ও গ্রামীণফোন। জানা গেছে ‘সুপারগার্লস’ সিরিজে এই পাঁচ তরুণী অভিনয় করেছেন তাদের নিজেদের নামে। টয়া অভিনয় করেছেন অভিনেত্রীর ভূমিকায়। মধ্যবিত্ত পরিবারের এই মেয়েটিকে অভিনেত্রী হওয়ার জন্য প্রচুর স্টাগল করতে দেখা যায়। কেয়াকে সবাই সঙ্গীতশিল্পী হিসেবে চেনেন, তিনি ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন। এই সিরিজের মধ্যে দিয়ে তার অভিনয়ে অভিষেক হচ্ছে। তিনি অভিনয় করেছেন সঙ্গীতশিল্পীর ভূমিকায়। মডেল অভিনেত্রী সাফা কবিরকে দেখা যাবে টিভি উপস্থাপকের ভূমিকায়। লাক্স সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়া নাদিয়া অভিনয় করেছেন মডেলের ভূমিকায়। অন্যদিকে অন্বেষা অভিনয়ে নতুন হলেও ‘সুপারগার্লস’ সিরিজে তিনি অভিনয় করেছেন বাস্কেটবল খেলোয়াড়ের চরিত্রে। ব্যক্তিজীবনেও তিনি এই খেলায় পারদর্শী। পরিচালক তানিম রহমান অংশু বলেন, এটি অন্য টিভি সিরিজগুলোর চেয়ে পুরোপুরি আলাদা। একটি প্রপার টিভি সিরিজের জন্য যে ধরনের ট্রিটমেন্ট দরকার তার পুরোটা করার চেষ্টা করেছি। নাটকটির চিত্রনাট্য পাওয়ার পর প্রতিটি চরিত্রের সঙ্গে মিল করে ‘সুপার গালর্স’ নাটকের শিল্পী নির্বাচন করা হয়েছে। শিল্পীদের নিয়ে নাটকটির মহড়াও করা হয়েছে।
×