ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র ‘ভাবনায় একাত্তর’

প্রকাশিত: ০৬:২৫, ১৬ এপ্রিল ২০১৬

মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র ‘ভাবনায় একাত্তর’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি শেষ হলো মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘ভাবনায় একাত্তর’র নির্মাণকাজ। মুক্তিযোদ্ধা কামাল আহমেদের রচনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন যৌথভাবে জাকির সিদ্দিকী ও সানজিদা জাহান রোজী। নির্মাতাদ্বয় জানান, মুক্তিযুদ্ধের পূর্ববর্তী ও পরবর্তী ঘটনা নিয়ে প্রামাণ্যচিত্রটির কাহিনী। একাত্তরের মুক্তিযুদ্ধে শিশুদের ইতিবাচক ভূমিকা এই প্রামাণ্য চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে। খুব শীঘ্রই এই প্রামাণ্য চলচ্চিত্রটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছে প্রামাণ্যচিত্রটির নির্মাতা প্রতিষ্ঠান। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে- সুমাইয়া, রাব্বি, আলম, জনি, সোনালী প্রমুখ। কামাল আহমেদের প্রযোজনায় এটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ভাস্কর সাহিত্য পরিষদ।
×