ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্জার পেইন্টস বাংলাদেশ ও এশিয়াটিক ইএক্সপির বৈশাখী আলপনা

প্রকাশিত: ০৬:২৫, ১৬ এপ্রিল ২০১৬

বার্জার পেইন্টস বাংলাদেশ ও এশিয়াটিক ইএক্সপির বৈশাখী আলপনা

বার্জার পেইন্টস বাংলাদেশ এবং এশিয়াটিক ইএক্সপির উদ্যোগে মানিক মিয়া এ্যাভ্যিনিউতে বৈশাখ আল্পনা অঙ্কন করা হয়। গত বুধবার রাত ১১টা থেকে এ আল্পনা আঁকার কার্যক্রম শুরু হয়। বাংলা নববর্ষ ১৪২৩-এর বিশেষ আয়োজন আল্পনা আঁকা কার্যক্রম রাত থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল ভোর পর্যন্ত চলে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিত এবং তার দল অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেন। কার্যক্রম উদ্বোধন করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের এমডি রূপালী চৌধূরী, জি এম মার্কেটিং এ কে এম সাদেক নেওয়াজ, আয়োজক এশিয়াটিক ইএক্সপিএর চেয়ারম্যান এবং সিইও আলী যাকের, ওমেরা এলপিজি, একাত্তর টেলিভিশন ও রেডিও স্বাধীনের কর্মকর্তা এবং সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা। অনুষ্ঠানে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ সরকার এ ধরনের উদ্যোগকে সব সময়ই সাধুবাদ জানিয়ে এসেছে এবং সর্বাঙ্গীন সহয়োগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী, সংস্কৃতি অঙ্গনের প্রথিতযশা শিল্পীরা, আলপনা অঙ্কনশিল্পী সকল ও সংস্কৃতিমনা জনসাধারণের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানের সাথে সর্বস্তরের কর্মজীবী সাধারণ মানুষের সম্পৃক্ততা বরাবরই আমাকে মুগ্ধ করেছে। এ বছরের আলপনা উৎসবটির পৃষ্ঠপোষক বার্জার পেইন্টস বাংলাদেশ, আয়োজক এশিয়াটিক ইএক্সপি এবং এ উৎসবের সাথে জড়িত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। -বিজ্ঞপ্তি
×