ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেমিতে ভিয়ারিয়ালকে পেল লিভারপুল

প্রকাশিত: ০৬:২১, ১৬ এপ্রিল ২০১৬

সেমিতে ভিয়ারিয়ালকে পেল লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপা লীগের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে ইংল্যান্ডের জায়ান্ট ক্লাব লিভারপুল, স্পেনের ভিয়ারিয়াল, সেভিয়া এবং ইউক্রেনের ফেবারিট শাখতার দোনেস্ক। শুক্রবার হয়ে গেল উয়েফা ইউরোপা লীগের ড্র। আর ড্র অনুয়ায়ী শেষ চারে লিভারপুলের মুখোমুখি হবে ভিয়ারিয়াল। আর অন্য সেমিফাইনালে শাখতার দোনেস্কের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া। এদিন সুইজারল্যান্ডের নিয়নে ইউরোপা লীগের সেমির ড্র অনুষ্ঠিত হয়। দুই লেগ ভিত্তিতে খেলবে চার দল। হোম ও এ্যাওয়ে ভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের প্রথম লেগের খেলা হবে আগামী ২৮ এপ্রিল। আর ফিরতি লেগের ম্যাচ হবে তার ঠিক এক সপ্তাহ পর, ৫ মে। আগামী মাসের ১৮ মে ইউরোপা লীগের ফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবারের আসরের ফাইনাল হবে সুইজারল্যান্ডের বাসেলে অবস্থিত সেন্ট জ্যাকব পার্ক স্টেডিয়ামে। এবারের আসরে কোয়ার্টার ফাইনালে ইংলিশ জায়ান্ট লিভারপুল সমষ্টিগতভাবে ৫-৪ ব্যবধানে হারায় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে। আর অন্য ম্যাচে পেনাল্টি শূটআউটের হিসেব করে বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া ৫-৪ ব্যবধানে এ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে শেষ চারের টিকেট নিশ্চিত করে। স্পার্টা প্রাগুইকে ৬-৩ ব্যবধানে সমষ্টিগতভাবে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ভিয়ারিয়াল। আর ব্রাগাকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ চারের টিকেট কাটে শাখতার দোনেস্ক। বৃহস্পতিবার নাটকীয় জয়ে উয়েফা ইউরোপা লীগের সেমিফাইনালে জায়গা করে নেয় লিভারপুল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অলরেডরা ৪-৩ গোলে নাটকীয় জয় তুলে নেয়। আর তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় জার্গেন ক্লপের সাবেক ক্লাব ডর্টমুন্ডের। এই ম্যাচে ফুটবলপ্রেমীদের আলাদা দৃষ্টি রেখেছিল। কেননা জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে প্রথম লেগের ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। যে কারণে দ্বিতীয় লেগের ম্যাচটি ছিল দুই দলের জন্যই অগ্নিপরীক্ষা। আর শেষ পর্যন্ত লিভারপুলই জয়ের দেখা পায়। অথচ প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী ডর্টমুন্ড। ম্যাচের ৫ মিনিটে হেনরিখ খিটারিয়ানের গোল প্রথমে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। ম্যাচের ৯ মিনিটেই ডর্টমুন্ডের ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরে এমেরিক অবামেয়াং। তবে দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে অরিগির গোলে ব্যবধান কমায় লিভারপুল। কিন্তু ৫৭ মিনিটে মার্কো রেউস গোল করলে ডর্টমুন্ড এগিয়ে যায় ৩-১ ব্যবধানে! কিন্তু এর পরের সময়টাতেই যেন জ্বলে উঠে প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব লিভারপুল। ৬৬ মিনিটে ফিলিপ কৌটিনহো গোল করেন। আর ৭৭ মিনিটে মামাদো সাখো গোল করলে সমতায় শেষ হয় ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট। কিন্তু অতিরিক্ত সময়ের ৯১ মিনিটে ডেজান লোভরেন গোল করলেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসে স্বাগতিক সমর্থকরা। কেননা সমষ্টিগতভাবে লিভারপুল ৫-৪ গোলে ডর্টমুন্ডকে হারিয়ে যে ইউরোপার সেমিফাইনালে জায়গা করে নেয়। তবে আসল পরীক্ষাটা এখন শেষ চারে। ফুটবল ভক্তরাও কঠিন সেই লড়াই দেখার অপেক্ষায়।
×