ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করব ॥ খালেদ মাহমুদ

প্রকাশিত: ০৬:২১, ১৬ এপ্রিল ২০১৬

চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করব ॥  খালেদ মাহমুদ

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর পর্যন্ত প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এবার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে যোগ দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে গত আসরেই প্রাইম ব্যাংককে র্শিরোপা জিতিয়েছিলেন তিনি। এবার তার জন্য কঠিন চ্যালেঞ্জ। কারণ গত চার বছরে আবাহনী শিরোপার কাছাকাছিও যেতে পারেনি। প্রাইম ব্যাংকে কোচ হিসেবে আসার আগের বছরই আবাহনীকে চ্যাম্পিয়ন করে বের হয়েছিলেন। এবারও সেই মিশন নিয়ে নামবেন তিনি। সুজন জানিয়েছেন দলের চ্যাম্পিয়নশিপের জন্যই লড়বেন। যদিও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ খেলার জন্য এবার প্রিমিয়ার লীগে নামাই হবে না আবাহনীর পক্ষে। কিন্তু তাকে ছাড়াই কাগজে-কলমে নিজ দলকে যথেষ্ট শক্তিশালী মনে করছেন সুজন। ২০১১ সালে ওল্ড ডিওএইচ ক্লাব নাম বদলে প্রাইম ব্যাংক হওয়ার পর থেকেই ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সুজন। কোচ হিসেবে আবাহনীকে চ্যাম্পিয়ন করেই ছেড়ে গিয়েছিলেন। আবার ফিরলেন সেই ক্লাবে। চার বছর পর আবারও আবাহনীকে শিরোপা ফিরিয়ে দেয়ার চ্যালেঞ্জ সুজনের। তিনি বলেন, ‘চার বছর আগে আবাহনী যখন শিরোপা পায় সেটারও কোচ ছিলাম আমি। আমার ওই এক বছরই আবাহনীর হয়ে কোচিং করা। ভাল স্মৃতিটা আমার তো আছেই। এবার চ্যালেঞ্জটা থাকবে অন্যরকম। ক্রিকেট খেলা এমন একটা খেলা আপনি বলে কয়ে চ্যাম্পিয়ন করাতে পারবেন না। এখানে ভাল খেলতে হবে। আমি এটুকু বলতে পারি নিঃসন্দেহে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করব। আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। বাকিটা দেখতে হবে আমরা কি করতে পারি।’ এবার ‘প্লেয়ার বাই চয়েস’ দারুণ একটা দলই পেয়েছে আবাহনী। যদিও আইকন হিসেবে তারা দলে ভেড়াতে পেরেছে সাকিবকে। তিনি আইপিএল খেলার কারণে হয় তো কোন ম্যাচই খেলতে পারবেন না প্রিমিয়ার লীগে। বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় এ ক্রিকেট আসর ২২ এপ্রিল মাঠে গড়াবে। আর চলমান আইপিএল শেষ হবে ২৯ মে। সে কারণে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফাইনাল পর্যন্ত খেললে সাকিবকে পাওয়ার কোন আশাই নেই আবাহনীর। এ বিষয়ে সুজন বলেন, ‘আমি নিশ্চিত না সাকিবকে কতটা পাব আমরা। তারপরও আমি বলব সাকিব ছাড়াও যথেষ্ট শক্তিশালী দল আমাদের।’ কাগজে কলমে নিজেদের অবশ্যই সেরা দল মনে করছেন সুজন। এ বিষয়ে বলেন, ‘খেলাটা মাঠের। কাগজে-কলমে যতই এগিয়ে থাকি না কেন মাঠে গিয়ে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। আজকে মাত্র প্রথমদিন সবাই আসতে পারেনি। পুরো দলটা একসঙ্গে দেখলে ভাল লাগত। তামিমের মতো প্লেয়ার আছে; মোসাদ্দেক সৈকত, লিটন দাস, নাজমুল ইসালাম শান্ত। তরুণরা ভাল। সব মিলিয়ে সমৃদ্ধ একটা সাইড, অলরাউন্ড সাইড। বাকিটা মাঠে কতটা ঘাটতি পূরণ করতে পারি আমরা বা পরিকল্পনাটা কিভাবে কতটা করতে পারি সেটার ওপর সবকিছু নির্ভর করবে।’ তবে আবাহনীর মিডলঅর্ডারে কিছুটা ঘাটতি আছে। সেটা নিয়ে সুজনের মন্তব্য, ‘ওটা আমরা চিন্তা করছি বিদেশী খেলোয়াড় দিয়ে পূরণ করার। সে জন্যই মিডলঅর্ডারে একটা জায়গা খালি আছে। তারপরও কিছু নতুন খেলোয়াড় আছে যার নাম হয়ে তো অনেকেই শোনেনি।’
×