ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

রাষ্ট্রীয় পদকপ্রাপ্তিতে হাসান ইমাম, শাহীন সামাদ ও বন্যাকে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:১৭, ১৬ এপ্রিল ২০১৬

রাষ্ট্রীয় পদকপ্রাপ্তিতে হাসান ইমাম, শাহীন সামাদ ও বন্যাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ তারা তিনজনই গুণী শিল্পী। শিল্পের সাধনায় সমর্পিত করেছেন নিজেদের। অপার মানুষকে বিনোদিত করার পাশাপাশি কাজ করেছেন সমাজের কল্যাণে। সংস্কৃতির অপার শক্তি দিয়ে কল্যাণময় রাষ্ট্র গড়ার প্রত্যয়ে নিবেদিত রেখেছেন নিজেদের। এই শিল্পীত্রয় হলেন সৈয়দ হাসান ইমাম, শাহীন সামাদ ও রেজওয়ানা চৌধুরী বন্যা। সম্প্রতি তারা পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ শাহীন সামাদ পেয়েছেন একুশে পদক। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতার পক্ষে সাংস্কৃতিক কর্মকা- পরিচালনায় ভূমিকার জন্য হাসান ইমাম পেয়েছেন স্বাধীনতা পদক। সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেয়া হয়েছে স্বাধীনতা পুরস্কার। তিন শিল্পীর এই রাষ্ট্রীয় পদকপ্রাপ্তি উপলক্ষে তাদের প্রদান করা হলো সংবর্ধনা। শুক্রবার বৈশাখী সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানের সূচনা হয় বাফার নৃত্যশিল্পীদের সমবেত নাচ দিয়ে। ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সুরে মঞ্চে স্বাগত জানানো হয় সংবর্ধনাপ্রাপ্ত শিল্পীদের। এরপর সৈয়দ হাসান ইমামকে উত্তরীয় পরিয়ে বরণ করেন মাহমুদ সেলিম। শাহীন সামাদকে উত্তরীয় পরিয়ে দেন শাহীন সরদার ও রেজওয়ানা চৌধুরী বন্যাকে উত্তরীয় পরিয়ে দেন তমিজউদ্দিন। পাঠ করা হয় তিন শিল্পীকে নিবেদিত মানপত্র। সংবর্ধিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নৃত্যশিল্পী সংস্থা, উদীচী, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশ কেন্দ্র, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, বৈতালী, জাগরণ, গীতশতদল, বসন্ত উদযাপন পর্যদ, দোলনচাঁপাসহ আরও অনেকে। এর আগে শিল্পীত্রয়ের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিক সংবর্ধনা দেন সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি তপন মাহমুদ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। সর্বশেষে ছিল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদভুক্ত সংগঠনের শিল্পীবৃন্দের সমবেত সঙ্গীত পরিবেশনা। উপস্থাপন করেন হাসান মাহমুদ। অন্ষ্ঠুানে তিন শিল্পীকে কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ইব্রাহীম খালেদ, নাট্যজন আতাউর রহমান ও সাংবাদিক আবেদ খান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন মাহমুদ। গ্যালারি কায়ায় চিত্রপ্রদর্শনী ওয়াটার রাইমস ॥ রাজধানী উত্তরার গ্যালারি কায়ায় শুক্রবার থেকে শুরু হয়েছে দশ শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী। জলরঙে আঁকা ছবিতে সাজানো যৌথ এ প্রদর্শনীর শিরোনাম ওয়াটার রাইমস-থ্রি। বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন প্রখ্যাত ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. প্রতিমা পাল। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেনÑ কারু তিতাস, আনিসুজ্জামান, সোহাগ পারভেজ, গোপাল চন্দ্র সাহা, মোঃ কামরুজ্জোহা, শাহনুর মামুন, দিদারুল হোসেন লিটন, সৈয়দ হোসেন, আরাফাত করিম ও শেখ ফয়জুর রহমান। ২৭ এপ্রিল পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
×