ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রস্তুত তাসকিন

প্রকাশিত: ০৬:০১, ১৬ এপ্রিল ২০১৬

প্রস্তুত তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটে এখনও বোলিংয়ে নিষেধাজ্ঞা কাটেনি তরুণ পেসার তাসকিন আহমেদের। কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলতে কোন বাধা নেই। এ্যাকশনের ত্রুটি শুধরানোর জন্য বেশ কিছুদিন আগে থেকেই কাজে নেমেছেন। তেমন বড় কোন সমস্যা না থাকায় এ পেসার দাবি করেছেন যে কোন মুহূর্তে পুনঃরায় এ্যাকশনের পরীক্ষা দিতে প্রস্তুত তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখনই পাঠাবে তখনও যেতে রাজি বলে জানিয়েছেন। তবে আপাতত আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ খেলার প্রতিই মনোযোগ দিতে চান। উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে খেলার সুযোগ পেয়ে। দারুণ কিছু করে দেখাতে চান তিনি এবার লীগে। এ্যাকশনের ত্রুটি এবার টি২০ বিশ্বকাপের সময় ধরা হয়েছিল। পরে পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হন তাসকিন। বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শেষেই সেই ত্রুটি নিয়ে কাজ শুরু করেছিলেন। এখন পরীক্ষা দিতে প্রস্তুত তিনি। এ বিষয়ে তাসকিন বলেন, ‘ওইটা পরীক্ষা দিতে হবে। তার থেকেও বড় জিনিস হচ্ছে আগামী সপ্তাহ থেকে আমার প্রিমিয়ার লীগ শুরু। পরীক্ষা নিয়ে বেশি চিন্তা করছি না, কারণ আমার বড় কোন পরিবর্তন করার নাই। যা কাজ করার বিসিবি যে পরিকল্পনা দিয়েছে সে অনুযায়ী তো করছি। সেই সঙ্গে আবাহনীতে যারা আছে সবাই কাছ থেকে দেখছে সবাই সহায়তা করছে আমাকে। এখন লক্ষ্য প্রিমিয়ার লীগটা ভাল খেলার, লীগ শেষে ওইটা নিয়ে চিন্তা করব। বিসিবি যখন চিন্তা করবে পাঠানোর তখন পরীক্ষা দিয়ে আসব। আশা করি ভাল কিছুই হবে।’ আবাহনীর মতো বড় ক্লাবে খেলার ইচ্ছাটা ছিল অনেক আগে থেকেই। এবার সেই সুযোগ পেয়ে বেশ উৎফুল্ল তাসকিন। এ বিষয়ে তিনি বলেন, ‘চেষ্টা করব নিজের সেরা দেয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় লীগ ঢাকা প্রিমিয়ার লীগ। এখানে সবারই টার্গেট থাকে ভাল কিছু করার। এখানের পারফর্মেন্টস অনেক হিসেব করা হয়। তারচেয়েও বড় জিনিস যখন একেবারে ছোট ছিলাম তখন থেকেই শুনে আসছি আবাহনী- মোহামেডোন, আবাহনী মোহামেডান। আল্লাহর রহমতে এবার সুযোগ হয়েছে আবাহনীতে খেলার, তো একটা স্বপ্ন পূরণও বলতে পারেন। এখন পর্যন্ত আমার আবাহনীতে খেলা হয় নাই। এবার আবাহনীতে বাবারও ইচ্ছা ছিল। তো চেষ্টা করব স্মরণীয় কিছু করার, ভাল একটা র্স্টাট দেয়ার দলকে।’
×