ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যাককুলাম হতে চান উইলিয়ামসন

প্রকাশিত: ০৬:০১, ১৬ এপ্রিল ২০১৬

ম্যাককুলাম হতে চান উইলিয়ামসন

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রেন্ডন ম্যাককুলাম নিউজিল্যান্ড ইতিহাসের সেরা অধিনায়ক কি না সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু নেতৃত্বে-ব্যাটিংয়ে তিনি যে কিউই ক্রিকেটে ব্যতিক্রম ধারা তৈরি করেছিলেন তাতে সন্দেহ নেই। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলা ছাড়া গত কয়েক মৌসুমে টেস্টে তার অধীনে এসেছে দুর্দান্ত সব সাফল্য। মাঠ ও মাঠের বাইরে অসাধারণ ব্যক্তিত্বের জন্য দেশটির ক্রিকেটে আইডলে পরিণত হন। গত ফেব্রুয়ারিতে অবসর নেন ৩৪ বছর বয়সী ম্যাককুলাম। বর্তমানে ব্ল্যাকক্যাপস ক্রিকেটের দায়িত্ব কেন উইলিয়ামসনের ওপর। নেতৃত্বে-ব্যাটিংয়ে অসাধারণ সময় পার করছেন ২৫ বছর বয়সী। হয়েছেন ক্রিকেটের বাইবেল বলে খ্যাত উইজডেনের বর্ষসেরা (২০১৫) ক্রিকেটার। উইলিয়ামসন বললেন, তিনি এখানেই থেমে থাকতে চান না, হতে চান ম্যাককুলামের মতো অনুকরণীয় চরিত্র। এই অর্জন উইলিয়ামসনকে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি, ‘উইজডেনের সম্মান পাওয়া অনেক বড় বিষয়। বাঘা বাঘা ক্রিকেটার এর আগে এমন সম্মানজনক পুরস্কার জিতেছেন। তাদের পাশে নাম ওঠায় আমি সত্যি গর্বিত। এমন অর্জন ভবিষ্যতে ভাল খেলতে অনুপ্রেরণা যোগাবে।’ গত এক বছরে টেস্ট-ওয়ানডে ও টি২০ তিন ভার্সন মিলিয়ে রেকর্ড সর্বোচ্চ ২৬৯২ রান করেছেন ডানহাতি উইলিয়ামসন। গড় ৬৫.৬৫।
×