ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে নাদাল-ফেদেরার

প্রকাশিত: ০৬:০০, ১৬ এপ্রিল ২০১৬

কোয়ার্টার ফাইনালে নাদাল-ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ সঠিক পথেই এগোচ্ছেন রজার ফেদেরার। হাঁটুর অপারেশনের পর মন্টে কার্লো মাস্টার্সে কোর্টে নেমেই দুর্দান্ত খেলছেন তিনি। বৃহস্পতিবার দারুণ খেলেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন ফেড এক্সপ্রেস। টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা এদিন ৬-২ এবং ৬-৪ সেটে হারান স্পেনের বরার্তো বাতিস্তাকে। এমন সহজ জয়ে খুব সন্তুষ্ট ফেদেরার। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যতদূর পর্যন্ত খেলেছি হাঁটুতে তেমন কোন ব্যথা অনুভব করিনি। সবকিছুই ভালভাবে হয়েছে। এই টুর্নামেন্ট আমার কাছে সবসময়ই অসাধারণ। এখন পর্যন্ত সবকিছু সঠিকভাবেই এগোচ্ছে। আমি মনে করি এই মুহূর্তে আমার অবস্থান খুবই ভাল।’ এই টুর্নামেন্টে চারবার ফাইনাল খেলেছেন সুইস তারকা। কিন্তু এখন পর্যন্ত শিরোপার দেখা পাননি তিনি। এবার অবশ্য সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ তার সামনে। সেমিফাইনালে উঠার পথে তার বাধা এখন ফরাসী তারকা জো উইলফ্রেইড সোঙ্গা। তৃতীয় রাউন্ডে সোঙ্গা ৬-৪ এবং ৬-৪ সেটে পরাজিত করেছেন তারই স্বদেশী লুকাস পোইলিকে। মন্টে কার্লো মাস্টার্সে আটবার শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। এবারও দুর্দান্ত খেলে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছেন তিনি। তৃতীয় পর্বে স্প্যানিশ টেনিস তারকা নাদাল ৭-৫ এবং ৬-৩ সেটে পরাজিত করেন অস্ট্রেলিয়ার ডোমিনিচ থিয়েমকে। প্রায় দুই ঘণ্টা লড়াই করে শেষ আটের টিকেট নিশ্চিত করেন তিনি। আর রাফায়েল নাদাল এটাকেই চলতি মৌসুমে তার ক্লে কোর্টের সেরা ম্যাচ বলে মন্তব্য করেছেন। মন্টে কার্লো টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই গ্রেট ব্রিটেনের এ্যান্ডি মারেও। তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি ২-৬, ৭-৫ ও ৭-৫ সেটে হারিয়েছেন ১৬তম বাছাই ফ্রান্সের বোনোইত পাইরিকে। ঘাম ঝরানো জয়ে মন্টে কার্লো টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দশম বাছাই কানাডার মিলোস রাওনিক। তৃতীয় রাউন্ডের ম্যাচে রাওনকি ৬-৩, ৪-৬ এবং ৭-৬ (৭/৫) সেটে হারিয়েছেন অবাছাই বসনিয়া ও হার্জেগোভিনিয়ার ডামির ডিজুমহুরকে। তবে দুর্ভাগ্য নোভাক জোকোভিচের। রোলেক্স মাস্টার্সের টুর্নামেন্ট থেকে এবার দ্রুতই বিদায় নিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ৫৫তম বাছাই জিরি ভ্যাসলির বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে পড়েছেন শীর্ষ বাছাই। গত তিন বছরে দ্বিতীয় রাউন্ড থেকে এই প্রথমবার বিদায় নিলেন নোভাক জোকোভিচ। এর আগে ২০১৩ সালে মাদ্রিদ মাস্টার্সে বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রোভের বিপক্ষে হেরেছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬-৪, ২-৬ ও ৬-৪ সেটে হেরেছেন ১১ গ্র্যান্ডসøামজয়ী জোকোভিচ। গত মৌসুমে টেনিস কোর্টে দুর্দান্ত কেটেছে তার। চার গ্র্যান্ডসøামের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এই মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলেছেন সার্বিয়ান। কিন্তু মন্টে কার্লোতেই থেমে গেল তার জয়রথ। এই হারের পর হতাশ সার্বিয়ান তারকা। তবে দ্রুতই আবার স্বরূপে ফিরতে চান তিনি। ম্যাচ হারের পর জোকোভিচ বলেন, ‘টেনিস অনিশ্চয়তার খেলা। আবারও প্রমাণ হলো এখানে কেউ অপরাজেয় নয়। এই ম্যাচে আমি খুব বেশি ভাল পারফর্ম করতে পারিনি। নিজেকেও আগের ছন্দে ফিরিয়ে আনতে পারিনি।’
×