ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনুশীলনে ফিরেছেন আশরাফুল

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ এপ্রিল ২০১৬

অনুশীলনে ফিরেছেন আশরাফুল

স্পোর্টস রিপোর্টার ॥ আশার ফুল হয়ে এসে ঝরে পড়লেন। ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন। তাতে শাস্তিও হলো। ক্রিকেট থেকে থাকলেন দূরে। আবার সেই ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। চলতি বছরের ১৬ আগস্ট থেকেই আন্তর্জাতিক, ঘরোয়া সব ধরনের ক্রিকেটে আবার খেলতে পারবেন। এজন্য শুক্রবার থেকে অনুশীলনও শুরু করে দিয়েছেন ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩ টি২০ খেলা মোহাম্মদ আশরাফুল। স্বাভাবিকভাবেই এতে উচ্ছ্বসিত আশরাফুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার সকালে তাই লিখেছেন, ‘অনেকদিন পর অনুশীলনে যাচ্ছি। তাই আজকের (শুক্রবার) সকালটা অন্যরকম সুন্দর আমার জন্য। দারুণ লাগছে।’ আশরাফুলের এই নতুন সূচনায় তার সঙ্গে আছেন তারই শৈশবের কোচ ও জাতীয় দলের সাবেক লেগ স্পিনার ওয়াহিদুল গনি। এ বিষয়ে আশরাফুল বলেন, ‘গনি স্যার কিছুক্ষণ আগে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ফোনে বললেন, অনেক দিন খেলার থেকে দূরে আছিস, তাই এখানে কিছু দিন প্র্যাকটিস করে যা। আমিও তোকে পর্যবেক্ষণ করতে পারব ক্রিকেটের বেসিকটা খেলা থেকে দূরে থাকায় ভুলে গেছিস কি না। কিছু বিষয়ে সাহায্য ও করতে পারব। আর তুই এখানে আসলে অন্য যারা বাচ্চারা আছে তারাও প্রেরণা পাবে।’ তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কথা ছিল, বছরের শুরু থেকেই অনুশীলন করবেন তিনি। তবে, ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) স্পট-ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ এই ক্রিকেটারের অপেক্ষার প্রহর যেন কোনভাবেই শেষ হচ্ছিল না। অবশেষে সেটা শেষ হলো নতুন বছরের ঠিক পরদিন, মানে ১৫ এপ্রিল। মাঠে ফিরলেন আশরাফুল; পুরোদমে শুরু করলেন অনুশীলন। আশরাফুল চেয়েছিলেন এই গরমে সুইজারল্যান্ড থেকে ঘুরে আসতে। কিন্তু অংকুর ক্রিকেট একাডেমির ওয়াহিদুল গনির প্রস্তাবে আর না করতে পারেননি। সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান বাতিল করে ছুটেছেন মাঠে। আর এর মাঝেই এসেছে আরেকটা সুসংবাদ। তার ডাক্তার জানিয়ে দিয়েছেন, হাতের আঙ্গুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন তিনি। আশরাফুল বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর অসংখ্য মেসেজের ভিড়ে ডাক্তারের পাঠান মেসেজটি এই নববর্ষের আনন্দ কে দ্বিগুণ বানিয়ে দিল।’ ডাক্তার জানালেন, ‘মিস্টার আশরাফুল, আপনার হাতের আঙ্গুলের ইনজুরি সেরে গেছে। যে আঙ্গুলের হাড়ে চিড় ধরেছিল সেটা ঠিক হয়েছে। আমরা রিপোর্ট চেক করলাম। আপনি এখন নিশ্চিন্ত মনে প্র্যাকটিস করতে পারেন। শুভকামনা।’ অনুশীলন শুরু হয়ে গেছে। এখন আগস্টে নিষিদ্ধ থেকে মুক্ত হওয়ার পালা। সুযোগ পেলেই আবার মাঠে খেলার অপেক্ষাও আছে আশরাফুলের।
×