ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দু’একদিনের মধ্যে বৃষ্টি নামবে

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ এপ্রিল ২০১৬

দু’একদিনের মধ্যে বৃষ্টি নামবে

স্টাফ রিপোর্টার ॥ আগামী দু’ একদিনের মধ্যে বৃষ্টির দেখা পাবে দেশবাসী। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার থেকেই সিলেটসহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে। দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পাবে। তবে কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আজ শনিবার ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কি.মি থাকতে পারে। শুক্রবার রাজধানীসহ দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পায়। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় রাজধানীতে অনুভূত হয় ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদফতর জানায়, আজ শনিবার সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, রংপুর ও ঢাকা বিভাগের দু‘এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ (৪৪ থেকে ৮৮ মিঃমিঃ) হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ অঞ্চলসহ খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আর তা মৃদু তাপপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে। আজ শনিবার ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি.। যা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কি. মি. হতে পারে।
×