ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মার্কিন রিপোর্ট

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের বড় মানবাধিকার সমস্যা

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ এপ্রিল ২০১৬

 বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের বড় মানবাধিকার  সমস্যা

কূটনৈতিক রিপোর্টার ॥ গুম এবং বিচারবহির্ভূত হত্যাকা-কে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন-২০১৫। এছাড়া নিরাপত্তাবাহিনী আইনের অপপ্রয়োগ করছে এবং দায়ী লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে চরমপন্থীরা একের পর এক মুক্তমনা ব্লগারদের হত্যা করছে। সংবাদপত্র এবং মতপ্রকাশের পর কোন কোন ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপও এ দেশের অন্যতম মানবাধিকার সমস্যা। বৃহস্পতিবার ২০১৫ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এ প্রতিবেদনে যথারীতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কেও রয়েছে বিস্তারিত আলোচনা। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন মার্কিন কংগ্রেসের কাছে পেশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ১৯৯টি দেশের মানবাধিকার প্রতিবেদন পেশ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ৪০তম বার্ষিক মানবাধিকার প্রতিবেদন। মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হত্যাকা-ের বিবরণ দিয়ে বলা হয়েছে, এর কোন পরিসংখ্যান নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় সন্দেহজনক মৃত্যু, ক্রসফায়ার, গুমের উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। বাংলাদেশে দুর্নীতি এবং সরকারের কাজকর্মের স্বচ্ছতাকে মানবাধিকারের সমস্যা হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সংঘাত এবং সরকারী কর্মকর্তাদের দুর্নীতিও বাংলাদেশে অন্যতম সমস্যা। কিছু বেসরকারী সংস্থা তাদের কার্যক্রম চালাতে আইনী এবং অনানুষ্ঠানিক বাধার অভিযোগ করেছেন। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন এবং গণমাধ্যমের খবরে বহু গুম ও অপহরণের কথা এসেছে। কিছু ঘটনায় নিরাপত্তা বাহিনীর জড়িত থাকার অভিযোগ এসেছে। এসব রোধ করা কিংবা তদন্ত করার কোন উদ্যোগ নেয়নি সরকার। বাংলাদেশে কারাগারের অবস্থা করুণ। ঠাসাঠাসি করে থাকা, অপর্যাপ্ত স্যানিটেশনের কারণে স্থানীয় একটি এনজিও বাংলাদেশের কারাগারগুলোকে হেফাজতে মৃত্যুর সঙ্গে তুলনা করেছে। কারা কর্তৃপক্ষের হিসেবে, গত আগস্টে কারাগারে বন্দীর সংখ্যা ছিল ৬৯,৭১৯ জন যেখানে ধারণক্ষমতা ৩৪,৬৮১ জন। এদের মধ্যে ৭৪ ভাগই বিচারাধীন অথবা বিচারের অপেক্ষমাণ।
×