ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীর ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

প্রকাশিত: ০৫:৫২, ১৬ এপ্রিল ২০১৬

বাঁশখালীর ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ  প্রদান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণের পক্ষ-বিপক্ষ ও পুলিশের মধ্যে ত্রিমুখী রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ জনের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য প্রদান করা হয়েছে আর্থিক অনুদান। চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ মেজবাহ উদ্দিন শুক্রবার বিকেলে পরিবারগুলোর কাছে এই ক্ষতিপূরণের চেক প্রদান করেন। এদিকে, কয়লা বিদ্যুত কেন্দ্র নিয়ে আজ শনিবার ও আগামীকাল রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে ব্যবস্থাপনা সমন্বয় কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও বিদ্যুত বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক জানান, নিহত ৪ জনের প্রতি পরিবারকে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া গুরুতর আহত ১১ জনের পরিবারকে ১ লাখ টাকা করে এবং সামান্য আহত ৪৭ জনকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়। হতাহতদের স্বজনরা এই চেক গ্রহণ করেন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, বাঁশখালীর গ-ামারা ইউনিয়নে বেসরকারী পর্যায়ে এস আলম গ্রুপের উদ্যোগে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নিয়ে সৃষ্ট অবস্থার প্রেক্ষিতে আজ শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এ সভায় উপস্থিত থাকবেন বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. আহমেদ কায়কাউস ও মহাপরিচালক পাওয়ার সেল মোঃ হোসাইন। পরদিন রবিবার বাঁশখালীতে অনুষ্ঠিত মতবিনিময় সভাতেও তারা উপস্থিত থাকবেন। বৈঠকে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের মতামত গ্রহণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিকে, আন্দোলনকারীদের দাবি-দাওয়া মেনে নিয়ে এবং পরিবেশের বিষয়টি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিবেচনায় নিয়ে কয়লাভিত্তিক এ বিদ্যুত কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে। গত বুধবার গ-ামারায় আয়োজিত এক সমাবেশ থেকে নিহত প্রতি পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ব্যয় বহনসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়েছিল। ‘গ-ামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আগে দাবি পূরণ করতে হবে। এরপর এলাকাবাসী যদি মনে করে যে, বিদ্যুত প্রকল্প বাস্তবায়িত হলে বাঁশখালীর উন্নয়ন হবে তাহলে বাধা দেয়া হবে না। প্রথমে ক্ষতিপূরণের দাবি মেনে নেয়ায় স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে যে, উদ্যোক্তারা প্রকল্পটি বাস্তবায়নের পক্ষেই রয়েছেন।
×