ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ০৫:৫২, ১৬ এপ্রিল ২০১৬

রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য  শোভাযাত্রা

বিশেষ প্রতিনিধি ॥ জঙ্গীবাদ, সাম্প্রদায়িক অগ্রবাদ ও সন্ত্রাসের মতো জঞ্জাল দূর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য মঙ্গল শোভযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। শোভযাত্রা শুরুর আগে দলের নেতারা সাম্প্রদায়িক বিষবাষ্পের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে শোভাযাত্রাপূর্ব সমাবেশে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জামায়াত-শিবির এক সময় নববর্ষকে পালন করতে চাইত না এবং নববর্ষকে হিন্দুয়ানি সংস্কৃতি বলে অপবাদ দিত। এই সর্বজনীন উৎসবকে যারা স্বীকার করতে চায় না তাদের বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগ বলিষ্ঠ ভূমিকা রাখবে। নবনির্বাচিত নগর নেতাদের উদ্দেশে করে মন্ত্রী বলেন, সব জঞ্জাল দূর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার ভিশনে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আমরা বিশ্বাস করি, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গীবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নতুন কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে। মঙ্গল শোভাযাত্রা পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ এমপি। আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ। সমাবেশ শেষে বাহাদুর শাহ পার্ক থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় হাতি, ঘোড়া নিয়ে নববর্ষকে স্বাগত জানিয়ে ঢোল-তবলা, বাঁশিসহ নানা ধরনের বাদ্যযন্ত্র বাজানো হয়। একই সঙ্গে নানা প্রকারের ব্যানার ফেস্টুন বহন করে শোভযাত্রায় যোগ দেন সহস্রাধিক নেতাকর্মী। হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীদের সেøাগান, গান-বাজনায় গোটা পুরাণ ঢাকায় বৈশাখী রেশ ছড়িয়ে পড়ে। শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক-ইংলিশ রোড-জনসন রোড-মাজার রোড হয়ে বঙ্গবন্ধু এ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কয়েক দিন আগে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করায় শোভযাত্রায় ছিল বাড়তি আমেজ ও উদ্দীপনা। চেতনার দৈন্য থেকেই পহেলা বৈশাখের সমালোচনা- ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালনের সমালোচনা করেন, তাদের চেতনায় দৈন্য আছে। তাদের চেতনা মৌলবাদপ্রসূত। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, এ বছর অনেক সমালোচনার পরও কোন ধরনের অঘটন ছাড়াই সমগ্র বাংলাদেশে পর্বটি বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখের আগে অনেকেই সরকারের সমালোচনা করেছেন। আসলে সমালোচনা করা সহজ, কিন্তু সরকারকের কোন সিদ্ধান্ত নিতে গেলে চিন্তা করতে হয়। কারণ জনগণের নিরাপত্তা দিতে হয় সরকারকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের সাফল্য সমগ্র বিশ্ব, বিশ্বনেতারা এবং বিশ্ববরেণ্য অর্থনীতিবিদরা একবাক্যে স্বীকার করে নিয়েছেন। শুধুমাত্র খালেদা জিয়া ও তাঁর দলের নেতৃবৃন্দ সরকারের উন্নয়ন স্বীকার করছেন না। প্রকৃতপক্ষে বিএনপি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাফল্যে ঈর্ষান্বিত। বিএনপি চায় না- দেশ এগিয়ে যাক। সরকারের সাফল্য মেনে নিতে না পারার এটাই নেপথ্য কারণ। চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আয়োজিত সভায় মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদিকা অভিনেত্রী ফাল্গুনী হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
×