ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুরগাঁও হচ্ছে গুরুগ্রাম

প্রকাশিত: ০৫:৫০, ১৬ এপ্রিল ২০১৬

গুরগাঁও হচ্ছে গুরুগ্রাম

ভারতে রাজধানী দিল্লীর উপকণ্ঠে বাণিজ্যিক শহর গুরগাঁওয়ের নাম বদলে রাখা হচ্ছে গুরুগ্রাম। হরিয়ানার অন্তর্গত গুরগাঁও মিলেনিয়াম সিটি নামেও পরিচিত। কারণ অনেকগুলো শীর্ষস্থানীয় বহুজাতিক সংস্থা, বিলাসবহুল আবাসিক কমপ্লেক্স, চোখ ধাঁধানো শপিংমল রয়েছে এই শহরে। দিল্লী বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় গুরগাঁও দিল্লী আসা পেশাজীবী ও পর্যটকদেরও আকর্ষণীয় আবাসিক এলাকা হয়ে উঠেছিল। যে গুরুর নামে এর নাম এখন গুরুগ্রাম হতে চলেছে তিনি হলেন হিন্দু মহাকাব্য মহাভারতে উল্লেখিত ধনুর্বিদ্যার শিক্ষাগুরু দ্রোণাচার্য। স্থানীয় এক আন্দোলনের পর হরিয়ানার বিজেপি সরকার গুরগাঁওয়ের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারী ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আদিতে এলাকাটির নামকরণ হয়েছিল দ্রোণাচার্যের নামেই, কিন্তু সময়ের সঙ্গে সেই নাম বিকৃত হয়ে গুরগাঁও হয়েছে। আগের সেই নামটাই আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি।’ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে কৌতুক করে এখন বলছেন, গুরগাঁও গুরুগ্রাম হলে কলকাতা হবে কিলোগ্রাম, চেন্নাই হবে সেন্টিগ্রাম আর মুম্বাই হবে মিলিগ্রাম। জাতীয়তাবাদী আবেগের কারণে বিগত বছরগুলোতে ভারতের বিভিন্ন শহর ও নগরের নাম পাল্টে ফেলা হয়েছে।
×