ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে শিরীষতলায় দেশ-বিদেশের বলীর লড়াই, চ্যাম্পিয়ন শামসু

প্রকাশিত: ০৫:৫০, ১৬ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে শিরীষতলায় দেশ-বিদেশের বলীর লড়াই, চ্যাম্পিয়ন শামসু

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ পহেলা বৈশাখের পড়ন্ত বিকেলে সিআরবির শিরীষতলার বৈশাখী মঞ্চকে ঘিরে উৎসুক জনতার ভিড়। টান টান উত্তেজনা বিরাজ করছিল শাহাব উদ্দিনের বলীখেলাকে ঘিরে শিশু ও প্রবীণদের। তবে এবারের আয়োজনে অংশ নিয়েছেন বিদেশী নাগরিকও। সব মিলে ২৮ বলীর মধ্য থেকে অতিথি বলী হিসেবে ফান্সের দুই নাগরিককে সান্ত¡না মেডেল দেয়া হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন উখিয়ার শামসু বলী ও রানারআপ হয়েছেন কুমিল্লার সালাউদ্দিন বলী। প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং গলায় মেডেল পরিয়ে দেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী। এ খেলায় রেফারির দায়িত্ব পালন করেছেন জব্বারের বলীখেলার সেই পরিচিত কাউন্সিলর আবদুল মালেক। শিরীষতলার উৎসুক জনতার ভিড় থেকে ৫ বিদেশীর আগমন বলীখেলার মঞ্চে। এরমধ্যে ফান্সের নাগরিক জোসেফ আর ফোমেন নিজেদের শক্তি পরীক্ষায় মাতিয়ে তুলতে আয়োজকদের অনুরোধ জানান। তারাও চান বলীখেলায় লড়তে। তবে বিদেশী নাগরিক হওয়ায় বাঙালীর সঙ্গে তাদের লড়তে দেয়া হয়নি কিছু বিধি নিষেধের কারণে। ফোমেন আর জোসেফ মঞ্চে উঠার প্রাক্কালে ফোমেনের মোবাইলটি পকেটমারের হাতে চলে যায়। বিষয়টি কয়েক মিনিটের মধ্যে ফোমেন আন্দাজ করতে পারলেও জোসেফ ফোমেনের মোবাইলে কল দিয়েও উদ্ধার করতে পারেনি। ঘটনাটি আয়োজকদের জন্য লজ্জাকর হওয়ায় কয়েকদফায় মাইকে আহ্বান জানানো হয় মোবাইলটি ফিরিয়ে দেয়ার জন্য। কিন্তু দেখা মেলেনি শেষ পর্যন্ত। মোবাইল হারিয়েও আকস্মিক ও তাক লাগানোর মতো এ খেলায় মেতেছিলেন ফোমেন ও জোসেফ। মাত্র দু’মিনিটে কুপোকাত করা হয় জোসেফকে। দুজনের মধ্যে সান্ত¡না পুরস্কার হিসেবে গলায় মেডেল পরিয়ে দেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। বলীখেলার অনুভূতি প্রকাশ করতে গিয়ে দুই ফান্স নাগরিক বলেন, জীবনে এমন খেলা খেলতে পারবেন কল্পনাও করেননি। এই ধরনের খেলা তাদের দেশে নেই। তবে বাঙালী সংস্কৃতিকে বাহবা জানাতে তারা ৫ জনই মুখে এসো হে বৈশাখ আল্পনা এঁকেছেন। অষ্টমবারের মতো শাহাব উদ্দিনের বলীখেলা জমে উঠেছিল বৈশাখী আমেজের সঙ্গে দিন শেষের আনন্দের ধারা। বিকেল ৩টা থেকে বাংলাদেশ রেলওয়ের সেন্ট্রাল বিল্ডিং (সিআরবি) সম্মুখস্থ শিরীষতলায়। ২৮ বলীর মধ্য থেকে একে একে কুপোকাত হচ্ছিল কৌশল না জানা বলীরা। এর মধ্য থেকে ফাইনাল বাউটে এসে ৪ বলী লড়েছে হরদম। সর্বশেষ চ্যাম্পিয়ন বাউটে টান টান উত্তেজনা আর দর্শক সারিতে থাকা আশপাশের হাজারো দর্শক করতালি আর বাঁশি বাজিয়ে সমর্থন দিয়ে যাচ্ছিলেন বলীদের। সর্বশেষ বাউটে খেলেছেন উখিয়ার শামসু বলী আর কুমিল্লার সালাউদ্দিন। দীর্ঘ প্রায় সাড়ে ৩ মিনিটের কৌশলের খেলায় কুপোকাত হয়ে যান সালাউদ্দিন। চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হন শামসু আর রানারআপ সালাউদ্দিন। এদিকে, দেশীয় বলীদের পাশাপাশি বিদেশীদের অবস্থানটি দারুণভাবে উপভোগ করেছেন আগতরা। তবে আরও একটি আয়োজন হয়েছে এই আঙ্গিনায়।
×