ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আপন মনে...

প্রকাশিত: ০৪:১২, ১৬ এপ্রিল ২০১৬

আপন মনে...

বৈশাখ মানেই ভিন্নতা। আনন্দে আত্মহারা হয়ে যাওয়া। এই পহেলা বৈশাখেও এসবের ব্যতিক্রম ছিল না। দিনটি বাঙালী পালন করেছে নিজেদের মতো করেই। ওইদিন দুপুর। ঢাবির চারুকলায় সেজেগুজে এসেছে এই নারী। আর আপন মনে বাজাচ্ছে বাঁশি। তার বাঁশির সুরেও বৈশাখের ছন্দ। ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী জীবন ঘোষ।
×