ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পর্যটকের ঢল

প্রকাশিত: ০৪:০৮, ১৬ এপ্রিল ২০১৬

মুন্সীগঞ্জে পর্যটকের ঢল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বাংলা নববর্ষকে ঘিরে মুন্সীগঞ্জে পর্যটকদের ভিড় পড়েছে। সকাল থেকে সভ্যতার জনপদ মুন্সীগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক স্থানে এ ভিড় ছিল লক্ষণীয়। সকালে এ ভিড় লৌহজং উপজেলার মাওয়া থেকে ছড়িয়ে পড়ে লৌহজংয়ের পদ্মা রিসোর্ট, মাওয়া রিসোর্ট, পদ্মা সেতু এলাকা ও পদ্মা পারের শিমুলিয়া নতুন ফেরি ঘাটসহ কয়েক কি.মি. বিস্তীর্ণ এলাকাজুড়ে। রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা-উপজেলা থেকে পর্যটকরা এসেছিলেন সপরিবারে। পদ্মা সেতুর কাজের জন্য মাওয়া চৌরাস্তা বরাবর দক্ষিণের পদ্মা সংরক্ষিত থাকলেও পর্যটকদের উপচে পড়া ভিড় ছড়িয়ে পড়ে সংরক্ষিত এলাকার ভিতরে পদ্মা পারে। শুধু পদ্মা পারই নয় পর্যটকদের ভিড় ছিল সদর উপজেলার ধলেশ্বরীর মুক্তারপুর ব্রিজ, ইদ্রাকপুরের কেল্লা, বৌদ্ধবিহার, অতীশ দিপঙ্করের ভিটা, বাবা আদমের মসজিদ, টঙ্গীবাড়ি উপজেলার জোড়মঠ, বৌদ্ধ মন্দির, শ্রীনগরের রাঢ়িখালের স্যার জগদীস চন্দ্র বসু ইনস্টিটিউশনের পিকনিক স্পট, বালাসুরে রাজা যদুনাথ রায়ের বাড়ির জাদুঘরেও।
×