ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামেক ছাত্রলীগের ৫ নেতাকে বহিষ্কার

প্রকাশিত: ০৪:০৮, ১৬ এপ্রিল ২০১৬

রামেক ছাত্রলীগের ৫ নেতাকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গভীর রাতে মারপিট ও অস্ত্রবাজির ঘটনায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগ ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে রামেক ছাত্রলীগের সহসভাপতি ও এমবিবিএস পঞ্চম বর্ষের আরমান হোসেন এবং কাজী সালমানকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলীয় নেতাদের মাঝে বিরোধ তৈরিতে ইন্ধন যোগানোর অভিযোগে অপর তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরা হলো রামেক ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, উপ দফতর সম্পাদক সৌরভ হোসেন ও সদস্য শোভন আহমেদ। এছাড়া মৌখিকভাবে সতর্ক করা হয়েছে রামেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পল্লব হোসেন, ছাত্রলীগ কর্মী রাব্বি, অনিক হোসেন, মুশফিক হোসেন ও নাহিদ হোসেনকে। রামেক শাখা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম অপু জানান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব বৃহস্পতিবার দুপুরে রামেক ক্যাম্পাসে গিয়ে ছাত্রলীগের ওই নেতাদের বহিষ্কারের ঘোষণা দেন। ঘাতক ছেলে আটক স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নির্মমভাবে খুনের ঘটনার ঘাতককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী জয়মনিরহাট থেকে এলাকবাসী তাকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশে সোপর্দ করে। বুধবার সন্ধ্যায় ছেলের উপর্যুপরি আঘাতে মারা যায় মা বুলবুলি। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার ব্যবসায়ী বাহার আলীর পূত্র বেলাল হোসেন একজন মাদকাসক্ত। পুলিশকে মারধর ॥ আটক দুই নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ এপ্রিল ॥ পুলিশ কনস্টেবলকে মারধর করার অভিযোগে সাভারের শিল্পপতি আলম চাঁনের ছেলে মনিরসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানার হেমায়েতপুরের আলমনগর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ। জানা গেছে, গভীর রাতে হেমায়েতপুর এলাকার ‘আলমনগর সুগন্ধা হাউজিং’ কোম্পানির মালিক আলম চাঁনের ছেলে মনির আলমনগর বাসস্ট্যান্ডে গাড়ি নিয়ে ইউটার্ন করে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। তাকে হেমায়েতপুর দিয়ে যেতে বলেন সাভার মডেল থানার দায়িত্বরত ট্যানারি পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাসিম মিয়া। একপর্যায়ে তার সঙ্গে মনির বাগ্বিত-ায় জড়িয়ে পড়েন। ওই পুলিশ কনস্টেবলকে মারধর করলে মনির ও তার সঙ্গে থাকা ইমরানকে ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই কামরুল আটক করেন। ওএমএসে পচা চাল বিক্রির প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ এপ্রিল ॥ সরকারীভাবে ওএমএসের মাধ্যমে ১৫ টাকা কেজি দরে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিক্রির প্রতিবাদে শুক্রবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে পৌর শহরের ১১ ও ১২নং ওয়ার্ডের এলাকাবাসী। বেলা ১১টায় শহরের স্টেশন রোড বাজারসংলগ্ন সড়কের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এ সময় এলাকাবাসীর পক্ষে মাহাফুজ আলম ও আরিফা বেগমসহ বক্তারা বলেন, শহরের সৈয়দ কুরাইশী, হাসান বাবু, হুমায়ুন কবির ও এনায়েত কুরাইশী ওএমএসের ডিলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিক্রি করে আসছে। মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ এপ্রিল ॥ সদর উপজেলার আবিরনগর এলাকা থেকে ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী ফাতেমা আক্তার প্রিয়া (১৩)’র লাশ শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। নিহত মাদ্রাসা ছাত্রী ওই এলাকার বাবুল মিয়ার মেয়ে ও এনায়েতপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী বলে জানিয়েছে পুলিশ। স্বজনদের দাবি, প্রেমঘটিত কারণে প্রিয়া আত্মহত্যা করেছে। তালাকপ্রাপ্ত স্বামী অগ্নিদগ্ধ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৫ এপ্রিল ॥ সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের হাসান আলীকে (৩১) আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তির পর রাজশাহী মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটে। জানা যায়, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের হাজী পাড়ার মোসারফ হোসেনের মেয়ে সুখী বেগমের সঙ্গে পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার দেবরাইল গ্রামের জয়েন উদ্দিনের পুত্র হাসান আলীর বিয়ে হয়। বিয়ের পর এলাকার অটোরিক্সা চালক উজ্জলের সঙ্গে সুখী বেগম অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। ১৫ দিন আগে সুখী বেগম হাসানকে তালাক দেয়। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার পর সুখী বেগম কয়েকজনকে নিয়ে ভাদসা বাজারের একটি বাড়িতে তাকে ডেকে নেয় এবং মারধর করে। এক পর্যায়ে তার গায়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। সোনারগাঁয়ে সংঘর্ষে আহত ২০ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৫ এপ্রিল ॥ সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের টানপাড়া গ্রামে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের দু’দফায় ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে ওসি জানান। এ ঘটনায় উভয়পক্ষের বাড়িঘর ও দোকানপাট ভাংচুরের অভিযোগ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নদীতে ডুবে ছাত্রীর মৃত্যু স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ করতোয়া নদীতে ডুবে সুমি আক্তার (১২) নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিমনগর খালপাড়া সংলগ্ন করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমি শহরের ধাক্কামারা ডিস্ট্রিলারিজ এলাকার শহীদুল ইসলামের মেয়ে ও ড. আবেদা হাফিজ গার্লস স্কুল এ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ব্রহ্মপুত্রের পাড়ে নারী পুরুষের ঢল স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ চিলমারী উপজেলার ব্রহ্মপুত্রের পাড়ে বৃহস্পতিবার ভোর থেকে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান শুরু হয়। পাপ মোচনের আশায় লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠে চিলমারীর ব্রহ্মপুত্রের পাড়ের ছয় কিলোমিটার এলাকা। হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, তুমি আমার পাপ হরণ করো এ মন্ত্র উচ্চারণ করে পুণ্যার্থীরা কৃপা চান ব্রহ্মার। দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান চিলমারী বন্দর ব্রহ্মপুত্রের পাড়ে। বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, নসিমনে, অটোতে চেপে চিলমারী বন্দর এলাকায় আসে পুণ্যার্থীরা। নদী পথে ট্রলার ও নৌকাযোগে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পুণ্যার্থীরা সমবেত হয়। উৎসব কমিটির নেতারা বলেন, প্রতিবছরের মতো এবারও ভারত, নেপাল ও দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক পুণ্যার্থী যোগ দেয় স্নান উৎসবে। তারা আরও জানান, তবে ¯œান উৎসব যদি বুধবার হতো তাহলে ভারত ও নেপাল থেকে বেশি সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরা আসত। প্রার্থীর কুশপুতুল দাহ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে ইউপি নির্বাচনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে ভবেরচর বাজারে এ সমাবেশ হয়। ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে অংশ নেয় সাধারণ সম্পাদক শাহ্ আলম, কৃষক লীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, ছাত্রলীগ সাবেক সভাপতি মাহবুব আলম শাহিন, আওয়ামী লীগ সদস্য মমিনুর রহমান, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম শামীম, যুবলীগ সদস্য মোঃ নাসির উদ্দিন, সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি ইঞ্জিনিয়র সাইদ লিটন, মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ-সভাপতি হাজী মাহবুব আলম শিপলুসহ এলাকার হাজার হাজার সাধারণ জনগণ। পরে ইউপি নির্বাচনে মনোনীত প্রার্থীর কুশপুতুল দাহ করা হয়। সেচ সহায়তার টাকা উত্তোলনে বিপাকে কৃষক নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১৫ এপ্রিল ॥ আমতলী ও তালতলী উপজেলার এক হাজার ৭শ’ ২৫ কৃষক সেচ সহায়তার অনুদানের টাকা উত্তোলন নিয়ে বিপাকে পড়েছে। কৃষি অফিসের আদেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উত্তোলনের কথা থাকলেও কৃষকরা ব্যাংক হিসাবের অনুকূলে চেকের মাধ্যমে টাকা প্রদানের দাবি জানান। জানা গেছে, আমতলী ও তালতলী উপজেলার এক হাজার ৭শ’ ২৫ কৃষককে এ বছর উফশী আউশ ও নেরিকা ধান চাষাবাদে কৃষি মন্ত্রণালয় কৃষি পুনর্বাসন কর্মসূচীর উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচীর আওতায় বীজ, সার ছাড়াও সেচ সহায়তা বাবদ নগদ টাকা প্রদানের জন্য উপজেলা কৃষি অফিসে চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ আছে জনপ্রতি কৃষক উফশী আউশের ধানে ৪শ’ এবং নেরিকা ধান চাষাবাদে সেচ খরচ বাবদ ৮শ’ টাকা পাবে। এ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকের স্ব স্ব হিসাবে জমা হবে। ওই মোবাইল ব্যাংকিংয়ের হিসাব থেকে কৃষক টাকা উত্তোলন করতে পারবে। কৃষকরা জানান, অনেক কৃষকের মোবাইল ব্যাংকিং হিসাব খোলা নেই। হাতুড়ে চিকিৎসায় মারা যাচ্ছে গবাদিপশু নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৫ এপ্রিল ॥ পার্বতীপুরে হাতুড়ে পশু ডাক্তারদের চিকিৎসায় গবাদিপশুর মৃত্যু হচ্ছে। উপজেলার পৌরসভাসহ ১০ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বর্তমানে খুরারোগে আক্রান্ত হয়ে যত গবাদিপশু মারা গেছে তার বেশিরভাগই গ্রাম্য ডাক্তারদের ভুল চিকিৎসায় বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এ বিষয়ে সরেজমিন যে চিত্র চোখে পড়ে তা অত্যন্ত ভয়াবহ। বিভিন্ন এনজিও ও সংস্থা থেকে প্রাণিসম্পদ সম্পর্কে সংক্ষিপ্ত কোর্স সমাপ্ত করে এক শ্রেণীর লোক স্বঘোষিত পশু ডাক্তার সেজে সর্বনাশ করছে। এই উপজেলায় শতাধিক কোয়াক ডাক্তার এই অবৈধ পেশায় নিয়োজিত। গ্রামাঞ্চলের অসচেতন মানুষ গবাদিপশুর অসুখ হলে প্রাণিসম্পদ অফিসে না গিয়ে এদের কাছে যায়।
×