ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধর্মনিরপেক্ষতার শিক্ষা দেয় লোকসংস্কৃতি ॥ মেনন

প্রকাশিত: ০৪:০৮, ১৬ এপ্রিল ২০১৬

ধর্মনিরপেক্ষতার শিক্ষা দেয় লোকসংস্কৃতি ॥ মেনন

রাবি সংবাদদাতা ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার যে চরিত্র তা আমরা লোকসংস্কৃতির মধ্যে খুঁজে পাই। বাঙালীর ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে লোকজ সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সত্তাকে চিনতে হলে তাই ফোকলোরের কাছে আশ্রয় নিতে হবে। ফোকলোরকে সমৃদ্ধ করলে মজবুত হবে আমাদের ঐতিহ্যের ভিত। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন ও এ্যালামনাই মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে ফোকলোর বিভাগের সামনে থেকে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক। রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য ইয়াসমীন আরা লেখা, জাপানের মানবতাবাদী লেখক ও লালন গবেষক নাওমি ওয়াতানাবে, রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নীলুফার সুলতানা প্রমুখ।
×