ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাওড়াঞ্চলে বাঁধ ভেঙ্গে ফসলডুবি

প্রকাশিত: ০৪:০৭, ১৬ এপ্রিল ২০১৬

হাওড়াঞ্চলে বাঁধ ভেঙ্গে ফসলডুবি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ও মোহনগঞ্জ, ১৫ এপ্রিল ॥ উজান থেকে আসা পাহাড়ী ঢল ও বৃষ্টির পানির চাপে ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার তাল ও ডুবাইল হাওড়ের অন্তত ৭শ’ একর জমির বোরো ফসল তলিয়ে গেছে। ডুবে যাওয়া এসব হাওড়ের অধিকাংশ জমি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ও তেঁতুলিয়া ইউনিয়নের কৃষকদের। ফসলহানির কারণে কৃষক পরিবারগুলোতে হাহাকার ছড়িয়ে পড়েছে। হিড়িক পড়েছে কাঁচা ধান কাটার। ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ জানান, বৃহস্পতিবার ডুবাইল বাঁধ ভেঙ্গে ডুবাইল হাওড়ের ৩শ’ ১২ একর এবং আগের দিন মারাধাইর বাঁধ ভেঙ্গে চন্দ্রসোনার তাল হাওড়ের মারাধাইর ও শয়তানখালী এলাকার ৪শ’ একর জমির বোরো ফসল তলিয়ে গেছে। এসব হাওড়ের বিআর-২৮ জাতের ধান সবেমাত্র পাকতে শুরু করেছিল। অন্যদিকে বিআর-২৯ জাতের ধান পাকতে আরও অন্তত ১৫ দিন সময় লাগত। উপজেলা কৃষিবিভাগ ১৪টি ‘রিপার যন্ত্র’ দিয়ে কিছু কিছু জমির পাকা ধান কাটায় কৃষকদের সহযোগিতা করছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই বাঁধগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ ও মেরামত না করার কারণেই এ বিপুল ফসলহানি ঘটেছে। উপজেলার কলমা হাওড়েও টাঙ্গুয়ার হাওড় থেকে পানি ঢুকতে শুরু করেছে। এদিকে নেত্রকোনার খালিয়াজুরি এবং মোহনগঞ্জ উপজেলার হাওড়াঞ্চলেও নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে খালিয়াজুরির নামা চুনাই বাঁধ ভেঙ্গে ফসল ডুবেছে। হুমকির মুখে আছে ওই দুই উপজেলার আরও বহু ফসল রক্ষা বাঁধ।
×