ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাহাড়ে জল খেলায় মেতে ওঠে তরুণ-তরুণী

প্রকাশিত: ০৪:০৭, ১৬ এপ্রিল ২০১৬

পাহাড়ে জল খেলায় মেতে ওঠে তরুণ-তরুণী

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৫ এপ্রিল ॥ পার্বত্য জেলার মারমা সম্প্রদায় বর্ষবরণ উৎসব ‘সাংগ্রাই’ উদযাপনে জলকেলীতে মেতে উঠে। শুক্রবার বিকেলে জেলা শহরের রাজার মাঠ ও রেইছা এলাকাসহ সবকটি উপজেলায় উৎসবে মেতে উঠে তারা। মারমা আদিবাসীদের জলকেলী উৎসব পাহাড়ী-বাঙালীর মিলনমেলায় পরিণত হয়। দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসে পর্যটকরা। রাজবাড়ীর মাঠে জলকেলি উৎসবে যোগ দিয়ে বিকেল থেকে দলে দলে মারমা তরুণ-তরুণীরা নির্ধারিত মঞ্চে অবস্থান করে। এ সময় চারদিকে মারমা সঙ্গীতের মূর্ছনা ছড়িয়ে পড়ে। তরুণীদের সামনে বিভিন্ন পাত্রে বা জলাধারে জল রাখা থাকে। তরুণরা জলভর্তি পাত্র নিয়ে দলে দলে এসে বলে মিলে মিশে পানি খেলা খেলি ও ভাই সকলে ও বোন সকলে এসো একত্রে আনন্দ করি’। লেঃ লেঃ লেঃ... লেঃ... মংরো মংরোঃ... মংরো মংরো, পেং পাদাউশে পোওয়াংরে লা সাংগ্রে, ক্যালোঃ মংরো প্যয়ে, (রাঙা পুষ্প শোভিত এ মাসে আত্মহারা হয় সাংগ্রের আনন্দে এই শুভ দিনে তুলনাহীন তুমি, প্যান্ডেলে বসে স্বাগত জ্বানাও, সাংগ্রেং-এর জল হীম শীতল সুন্দরী তুমি অপূর্ব) শহরের অলিতে-গলিতে এই ধরনের গান গেয়ে আদিবাসীরা এক অপরকে পানি বর্ষণ করে জলকেলী বা পানি উৎসবে মেতে উঠে। পাহাড়ে মিলনমেলা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি থেকে জানান, রাঙ্গামাটিতে বর্ণাঢ্য নানা আয়োজন ও পাহাড়ী-বাঙালীর মিলনমেলার মধ্য দিয়ে বৈসাবি ও বৈশাখী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। পাহাড়ীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি ও রাঙালীদের বৈশাখী উৎসবকে ঘিরে রাঙ্গামাটি পার্বত্য জেলায় তিন দিনব্যাপী সরকারী ও বেসরকারীভাবে বর্ণাঢ্য নানা অনুষ্ঠান পালিত হয়েছে। এই অনুষ্ঠান তিন দিনের হলেও মূলত হয়েছে সপ্তাহব্যাপী। রাঙ্গামাটিতে এই উৎসব শুরু হয়েছিল উপজাতিদের বৈসাবিমেলা দিয়ে।
×