ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খরতাপে পুড়ছে খুলনা অঞ্চল ॥ মরে যাচ্ছে ঘেরের মাছ

প্রকাশিত: ০৪:০৫, ১৬ এপ্রিল ২০১৬

খরতাপে পুড়ছে খুলনা অঞ্চল ॥ মরে যাচ্ছে ঘেরের মাছ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খরতাপে পুড়ছে খুলনা অঞ্চল। কাঠফাটা রোদের তাপ ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন ও প্রাণিকুল। বৃষ্টি না হওয়ায় মাঠঘাট ফেটে চৌচির হয়েছে। ঘের, পুকুরসহ জলাশয়ের পানি শুকিয়ে যাচ্ছে। খরতাপে মরে যাচ্ছে ঘেরের মাছ। উদ্বিগ্ন হয়ে পড়েছেন চাষীরা। কিছু মৎস্য চাষী শ্যালো মেশিনের সাহায্যে ঘেরে পানি দিয়ে মাছ বাঁচানোর চেষ্টা করলেও তা তেমন ফলপ্রসূ হচ্ছে না বলে জানা গেছে। স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে খুলনা অঞ্চলের প্রকৃতিতে লু (গরম) হাওয়া বয়ে চলেছে। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। ৫ এপ্রিল খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ ডিগ্রী সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা বেড়েই চলেছে। ১২ এপ্রিল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এর চার দিন পর শুক্রবার ৩৮ দশমিক ৬ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়। সূত্রমতে, বর্তমানে তাপমাত্রার সামান্য হেরফের হচ্ছে। খুলনা জেলা মৎস্য অফিসার হরেন্দ্র নাথ সরকার বলেন, প্রচ- গরমে ঘের, পুকুর ও জলাশয়ে পানি গরম হয়ে যাচ্ছে। তাছাড়া গরমের জন্য পানিতে অক্সিজেনের সঙ্কট সৃষ্টি হচ্ছে। এ কারণে মাছ ও চিংড়ি মারা যাচ্ছে। মড়ক থেকে মাছ রক্ষার জন্য ঘেরে পানি দিতে হবে। ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের শেখ হেদায়েতুল্লাহ বলেন, গরমের জন্য তার ঘেরে প্রতিদিন চিংড়ি ও সাদা মাছ মরে ভেসে ওঠে। মৎস্য অফিসের পরামর্শ মতো ঘেরে পানি দেয়া হচ্ছে। তারপরও মাছ বাঁচানো যাচ্ছে না। একই এলাকার মৎস্যচাষী মাহফুজ শাহরিয়ার বলেন, ঘেরে পানি দিয়েও মাছ রক্ষা করা যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে তিনি অনেক কম দামে মাছ ও চিংড়ি বিক্রি করে দিয়েছেন।
×