ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধলেশ্বরীর পানি দুর্গন্ধ ছড়াচ্ছে

প্রকাশিত: ০৪:০৪, ১৬ এপ্রিল ২০১৬

ধলেশ্বরীর পানি দুর্গন্ধ ছড়াচ্ছে

ধলেশ্বরী প্রাচীন শহর মুন্সীগঞ্জের প্রাণ। কিন্তু এই ধলেশ্বরী এখন অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। যেই ধলেশ্বরীর পানি এক সময় পান করতেন স্থানীয় লোকজন। আজ সেই পানিতে গোসল করাও দায়। এখন আর জেলেদের এই নদীতে দেখা মেলে না। কোন মাছ নেই বলেই এই অবস্থা। এখানে জীববৈচিত্র্য এখন পড়েছে হুমকির মুখে। ধলেশ্বরী নদীকে কেন্দ্র করেই গড়ে উঠে মুন্সীগঞ্জ শহর। কিন্তু সেই ধলেশ্বরীই এখন দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। তাই এখনকার জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। নদীর মাছ মরে ভেসে উঠছে। এখানকার জলজ পানিগুলো ধংস হয়ে যাচ্ছে। মৎস্যজীবীদের এই নদীকেন্দ্রিক কর্মকা-ও প্রায় বন্ধ হয়ে গেছে। অথচ ক’দিন আগেও এখানে চেউয়া মাছের জন্য ভোর থেকে জেলেরা তৎপর থাকতেন। আর এই নদীর সুস্বাদু রিঠা মাছের তো জুড়ি ছিল না। কিন্তু সবই এখন স্মৃতি। উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী জানান, ধলেশ্বরী আশপাশের কলকারখানার বর্জ্য এবং সিমেন্ট ফ্যাক্টরির ফ্লাই এ্যাস শুধু নয় ঢাকার বুড়িগঙ্গা এবং নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার বর্জ্য আছরে পড়ছে এই ধলেশ্বরীতে। তাই ক্রমেই পানি ও জলজ প্রাণীগুলো বিনষ্ট হচ্ছে। শীঘ্রই এই দূষণ ঠেকানো প্রয়োজন। Ñমীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ
×