ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ এপ্রিল ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

১. একবারে একশত লোক মারা পড়ত কোন অস্ত্রের আঘাতে? ক) বায়বৎ খ) শতাগ্নী গ) শতাঘ্নী ঘ) মানবাস্ত্র ২. কোথায় অন্ধকার রাত? ক) বনের ধারে খ) নদীর তীরে গ) পুকুরের পাড়ে ঘ) মাঠের ধারে ৩. উপেন স্নেহের দান লাভ করার কারণ কোনটি? ক) ভূ-স্বামীর দয়া খ) মালীর সহানুভূতি গ) চৌর্যবৃত্তি ঘ) বায়ুপ্রবাহ ৪. কোন গ্রামে জামদানি কারিগরদের বসবাস? ক) নোওয়াপাড়া খ) নওটাপাড়া গ) নবাবপাড়া ঘ) নওদাপাড়া ৫. দেশ কবিতায় কালো কালো কিসে জল ছিটায়? ক) পাখায় খ) চঞ্চুতে গ) ডানায় ঘ) এলোকেশে ৬. যুদ্ধের জন্য রোস্তমের নির্বাচিত সবচেয়ে দুরুন্ত ও অবাধ্য ঘোড়ার নাম কী? ক) তাজী খ) রখ্শ গ) দুলদুল ঘ) বোররাক ৭. রবিনসন মুর ছেলের সাথে যা করল- র. ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিল রর. গুলি করে মারার হুমকি দিল ররর. পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৮. নজরুল সমাজে মানুষ হিসেবে যাদের বুঝিয়েছেন- র. নারীদের রর. পুরুষদের ররর. বুদ্ধিজীবীদের নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) ররর ৯. দোকানের ভেতরে আরেক মহিলা বেচতে বসেছে- র. চুরুট সিগারেট রর. পান ররর. চা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) ররর ঘ) রর ১০. এডওয়ার্ড টিউডর কোন দেশের রাজা ছিলেন? ক) ভুটান খ) ফ্রান্স গ) ইংল্যান্ড ঘ) নেপাল ১১.কারা ইরানের স্বাধীনতা হরণ করতে চেয়েছিল? ক) মাজেন্দ্রানিরা খ) তুরানিরা গ) সফেদ দেওয়েরা ঘ) আরবীয়রা ১২.পাখোম কীসের টুপিতে ১০০ রুবল রেখেছিল? ক) ভেড়ার চামড়ার খ) শক্ত কাপড়ের গ) শেয়ালের চামড়ার ঘ) নেকড়ের চামড়ার ১৩. কোথায় চলেছো? এদিকে এসো না! দুটো কথা শোনো দিকি, চরণটিতে প্রকাশ পেয়েছে- ক) আদেশ খ) নির্দেশ গ) অনুরোধ ঘ) অনুনয় ১৪. ধরা-প্রাণ কী? ক) পৃথিবীর জীবন খ) মৃত্যুর জন্যে গান গ) আখেরাতের জীবন ঘ) অস্তিত্ব রক্ষার গান ১৫.একসময় বাংলাদেশের গ্রামে গ্রামে কোনটি তৈরির রেওয়াজ ছিল? ক) নকশিকাঁথা খ) খাদি বা খদ্দর গ) কাঁসা-পিতলের ঘ) মসলিন ১৬. কবি সুকান্ত ভট্টাচার্য কেমন সমাজ গড়তে চান? ক) শ্রেণিবৈষম্যমূলক সমাজ খ) দুঃখকষ্টহীন সমাজ গ) বিত্তবান মানুষের সমাজ ঘ) দরিদ্রু মানুষের সমাজ ১৭. সাধারণ বর্মি রেস্তোরা বৈশিষ্ট্য- র. নিচু টেবিল থাকে রর. টুল থাকেররর. মাঝারি টেবিল ও টুল থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৮.অরণ্যকন্যার কাছে কবির আহ্বানের বাণীরূপ কোনটি? র. ফুলের ফসল আনো রর. খাদ্য আনো ক্ষুধার্তের লাগি ররর. আনো বৃক্ষের বহ্নিজ্বালা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৯. পাকিস্তানি শাসক-শোষকশ্রেণি বাঙালিদের যা যা কেড়ে নিয়েছিল- র. অন্ন রর. বস্ত্র ররর. শান্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২০.রাজকুমারের সঙ্গী ভিক্ষুক ছেলেটির নাম কী? ক) মিলস খ) হেনরি গ) হাটফার্ড ঘ) হিউগ্স ২১.জন্ম-মৃত্যুকালে মানুষ কেমন থাকে? ক) হিন্দু খ) মুসলমান গ) সমান ঘ) ধনী-গরিব ২২.‘প্রাথী’ কবিতাটি পড়ে মমতা সৃষ্টি হবে- র. অবহেলিতদের প্রতি রর. বঞ্চিতদের প্রতি ররর. দীন-দরিদ্রের প্রতি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৩.‘সোহরাব রোস্তম’ গল্পটি কী ধরনের? ক) করুণ কাহিনি খ) বীরত্বমূলক গ) ঐতিহাসিক ঘ) অবাস্তব ২৪.লালন জাতের ফাতা কয় বাজারে বিক্রি করেছে? ক) ২ বাজারে খ) ৫ বাজারে গ) ৭ বাজারে ঘ) ৯ বাজারে ২৫.সূকান্তের কবিতায় বলিষ্ঠভাবে উচ্চারিত হয়েছে- ক) মানবমুক্তির জয়গান খ) নারীমুক্তির কথা গ) দূর্নীতিরোধী বক্তব্য ঘ) প্রেম-ভালোবাসার জয়গান ২৬.‘তৈলচিত্রের ভূত’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? ক) বনফুল খ) মৌচাক গ) পিপাসা ঘ) সবুজ পত্র ২৭.‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবির মধ্যে নিচের কোন গুণটি প্রকাশ পেয়েছে? ক) স্নেহশীলতা খ) বিনয় গ) শ্রদ্ধাশীলতা ঘ) সততা ২৮.‘উড়ে’ বলতে বোঝানো হয়েছে- ক) উড়ু উড়ু স্বভাবের খ) ঝুলন্ত থাকে এমন গ) উড়িষ্যা বা ওড়িয়া প্রদেশের লোক ঘ) উড়ো খবর বা চিঠি ২৯.সাহিত্য পত্রিকা ‘বিজলী’একটি- ক) সাপ্তাহিক খ) পাক্ষিক গ) মাসিক ঘ) ত্রৈমাসিক ৩০.খলিফা বালক কাজিকে কীভাবে পুুরস্কৃত করলেন? ক) সোনার মোহর দিয়ে খ) কাজির পদ প্রদান করে গ) উজিরের পদ প্রদান করে ঘ) সেনাপতির পদ প্রদান করে ৩১.‘সুখী মানুষ’ নাটিকাটিতে মোড়লের যে স্বভাব বৈশিষ্ট্য ফুটে উঠেছে- র. পুণ্যবান রর. পাপী ররর. অত্যাচারী নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩২.‘নদীর স্বপ্ন’ কবিতায় কানাই নৌভ্রমণ করেছে- র. কল্পনায় রর. বাস্তবে ররর. ভাবনার জগতে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩৩.কুটির শিল্পকে শিল্পগুণ বিচারে বলা যায়- ক) লোকশিল্প খ) ক্ষুদ্র শিল্প গ) কারুশিল্প ঘ) বৃহৎ শিল্প ৩৪.আমাদের জাতীয় সংগীতের সম্মানিত লেখক হলেন- ক) মাইকেল মধুসূদন দত্ত খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) কাজী নজরুল ইসলাম ঘ) জীবনানন্দ দাশ ৩৫.সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কী? ক) জ্ঞানতত্ত্ব খ) নন্দনতত্ত্ব গ) শিল্পকলা ঘ) চিত্রকলা ৩৬.একটু দেরি করে আসতো কোন পাখি? ক) বুলবুলি খ) টুনটুনি গ) মালি ঘ) বেনে-বৌ ৩৭.রাজা দশরথের মন্ত্রীগণ ছিলেন- র. বিদ্বান রর. বুদ্ধিমান ররর. ধার্মিক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮.মামা কার নামে মোটা অঙ্কের টাকা উইল করে রেখে যান? ক) পরাশরের খ) নগেনের গ) মেয়ের ঘ) স্ত্রীর ৩৯.‘দুই বিঘা জমি’ কবিতায় বঙ্গের বধূর কোন রূপটি ফুটে উঠেছে? ক) বিলাসিনী খ) কুলটা গ) স্নেহময়ী ঘ) নিলাজ ৪০.রবিনসন জাহাজডুবির মানুষজনকে দ্বীপে আনার ব্যবস্থা করতে শর্ত দিল কেন? ক) রবিনসনের বশত্যতা স্বীকার করতে খ) রবিনের কাজে সহযোগিতা করতে গ) দ্বীপে শস্য ফলাতে ঘ) উপকূলে জাহাজ চালাতে ৪১.“সাত সাগরের পণ্য চলে সওদাগরের নায়।” এখানে নায় বলতে বোঝানো হয়েছে- ক) কিনার খ) পাত্র গ) নৌকা ঘ) বাড়ি ৪২.‘এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো’-কোন সময়? ক) বর্ষার রাতে খ) জোছনা রাতে গ) শীতের শেষে ঘ) পড়ন্ত বিকেলে ৪৩.উপেনের জমি দেওয়ার ব্যাপারে অপারগতা দেখে রাজা হাসলেন- ক) শুষ্ক হাসি খ) কষ্টের হাসি গ) ক্রুর হাসি ঘ) ি আনন্দের হাসি ৪৪.সুন্দরের ধর্মবৈশিষ্ট্য হলো তা- র. সকলকে আনন্দ দেয় রর. সকলকে খুশি করে ররর. সকলকে অখুশি করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর গ) ররর ঘ) র ৪৫.নাজিম কলসির মুখ খুলেছিল কেন? ক) সোনার মোহরগুলো নিতে খ) জলপাই নিতে গ) কৌতূহলের বশবর্তী হয়ে ঘ) লোভের বশবর্তী হয়ে ৪৬.‘দেশ’ কবিতায় প্রকাশ পেয়েছে- র. বাংলার প্রকৃতি রর. বাংলার ইতিহাস ররর. প্রাকৃতিক সৌন্দর্য নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৪৭.লোকে যারে নাহি ভুলে তাকে সবাই মনের কোথায় সেবা করে? ক) প্রবাসে খ) চরণে গ) বসন্তে ঘ) মন্দিরে ৪৮.লেখক কুকুরটিকে খাবার দেওয়ার জন্য কাকে নির্দেশ দিলেন? ক) ব্যাধিগ্রস্তকে খ) মালি বৌকে গ) বামুন ঠাকুরকে ঘ) মালিকে উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: পালিয়ে যাবে কেবল তখন হার মেনে সব মানা তুমি যখন সাহস করে হবে হার না মানা। ৪৯.একবারে একশত লোক মারা পড়ত কোন অস্ত্রের আঘাতে? ক) ভীরুতা খ) সাহসিকাতা গ) হতাশা ঘ) দুর্বলতা ৫০.কোথায় অন্ধকার রাত? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (গ) ২. (ক) ৩. (ঘ) ৪. (খ) ৫. (খ) ৬. (খ) ৭. (ক) ৮. (গ) ৯. (ক) ১০. (গ) ১১. (খ) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (ক) ১৯. (ঘ) ২০. (ঘ) ২১. (গ) ২২. (ঘ) ২৩. (খ) ২৪. (গ) ২৫. (ক) ২৬. (খ) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (খ) ৩১. (গ) ৩২. (গ) ৩৩. (ক) ৩৪. (খ) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (গ) ৪০. (ক) ৪১. (গ) ৪২. (গ) ৪৩. (গ) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (খ) ৪৭. (ঘ) ৪৮. (গ) ৪৯. (গ) ৫০. (ক)
×