ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ এপ্রিল ২০১৬

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

১. মাসি-পিসি মূলত কোন সমাজের কাছে হার মেনেছে? ক) সন্ত্রাসী সমাজ খ) মাতৃতান্ত্রিক সমাজ গ) পুরুষতান্ত্রিক সমাজ ঘ) বাবুশাসিত সমাজ ২.‘কুরআন-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক’-এখানে কোনটি ভারতীয় ধর্মগ্রন্থের বাইরে? র. কুরআন রর. পুরাণ ররর. বাইবেল নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩. বর্তমান যুগে জাদুঘর বলে বিবেচিত- র. গ্রন্থাগার রর. মৎস্যাধ্যার ররর. নক্ষত্রশালা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ৪. করাতের কাজ যিনি করেন তাকে কী বলা হয়? ক) করাতি খ) করাতকার গ) করাতজীবী ঘ) করালী ৫. কোন জাদুঘরটি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত? ক) ঢাকা নগর জাদুঘর খ) মুক্তিযুদ্ধ জাদুঘর গ) বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘ) সামরিক জাদুঘর ৬. ‘ঝুট’ শব্দের সঠিক অর্থ কোনটি বেশি প্রচলিত? ক) মিথ্যা খ) ঝামেলা গ) জুটা ঘ) সবকয়টি ৭. ‘আমি তখন উপস্থিত ছিলাম না’ বলতে প্রাবন্ধিক কোথায় উপস্থিত ছিলেন না? ক) সভায় খ) শ্রেণীকক্ষে গ) প্রথম জাদুঘর স্থাপনের সময় ঘ) জাদুঘরের ভেতরে ৮. বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে কে? ক) আব্দুর রহিম খ) সাজিদ গ) প্রিন্সিপালের পিয়ন ঘ) প্রিন্সিপালের বউ ৯. কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন? ক) চুরুলিয়া খ) তাম্বুলখানা গ) পায়রাবন্দ ঘ) কাঁঠালতলা ১০. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশটি প্রতিটি পঙ্ক্তির মাত্রাবিন্যাস কত? ক) ৮ + ২ খ) ৮ + ৫ গ) ৮ + ৬ ঘ) ১০ + ৪ ১১. ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচী ঘোষণা করে? ক) এগারো দফা খ) ছয় দফা গ) একুশ দফা ঘ) আঠারো দফা ১২. রহিমা চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? ক) শক্তিমান খ) ধৈর্যশীল গ) কঠোর ঘ) প্রতিবাদী ১৩. ‘অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার...’ -কে এই উক্তিটি করেছে? ক) ইসহাক খ) নুরুল হুদা গ) নুরুল হুদার বৌ ঘ) ইসহাকের বোন ১৪. ‘অপরিচিতা’ গল্পে ‘বিবাহের ভূমিকা-অংশটা’ বলতে কী বোঝানো হয়েছে? ক) ছেলের খোঁজখবর খ) মেয়ের খোঁজখবর গ) ছেলেমেয়ের কৌলিন্য যাচাই ঘ) বিয়ের বরযাত্রী সমাদর ও আর্থিক লেন-দেন ১৫. কমলাকান্তর জন্য রাখা দুধ কেমন ছিল? ক) নির্জল খ) জল মেশানো গ) ঘোলা ঘ) মাছিতে পূর্ণ ১৬. ‘মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার’- কোন বিপ্লবের মূল বাণী? ক) ফরাসী বিপ্লব খ) রুশ বিপ্লব গ) তেভাগা আন্দোলন ঘ) স্বদেশী আন্দোলন ১৭. কবি কী কুড়িয়ে আনেন? ক) চিত্রময়ী বর্ণনার বাণী খ) ভিক্ষালব্ধ ধন গ) আনেন্দের ভোগ ঘ) চিত্র ১৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে- র. নাটকীয়তা রর. সংলাপধর্মিতা ররর. প্রকৃতি ও মানবমনের সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৯. বুড়ির চালাঘরের পাশে কার চালাঘর? ক) লেখকের খ) পরশু সর্দারের বউর গ) পুঁটিদের ঘ) হাজরা ব্যাটার বউর ২০. বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? ক) কবিকে খ) প্রিয়জনকে গ) ফাল্গুনকে ঘ) প্রকৃতিকে ২১. কোন শাসকের কামানের গায়ে বাংলা লেখা দেখে প্রাবন্ধিক মুগ্ধ হয়েছিলেন? ক) সুবেদার ইসলাম খাঁ খ) ঈসা খাঁ গ) মুসা খাঁ ঘ) আকরাম খাঁ ২২. ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজেকে পরিচয় দিয়েছেন? ক) জর্জ হলওয়েল খ) ওয়াটস গ) মিনচিন ঘ) ক্লেটন ২৩. স্বজনেরা কেন ক্রোধে জ্বলে? ক) আগ্রাসীদের প্রকোপে খ) কবির প্রতি অভিমান করে গ) দেশের স্বাধীনতা আনয়নের জন্য ঘ) অন্যায়ের প্রতিবাদে ২৪. কবিভক্ত কবিকে সম্বোধন করেছেন কী বলে? ক) হে কবি খ) শ্রদ্ধেয় কবি গ) হে বিরহিনী ঘ) হে মহিলা কবি ২৫. মুহাম্মদ জাফর ইকবালের লেখনীর বৈশিষ্ট্য- ক) মননধর্মীতা খ) বৈজ্ঞানিক কলা নির্ভরতা গ) ভাববাদীতা ঘ) বস্তুনিষ্ঠতা ২৬. গ্রামে লেখক কোথায় খানা কেতেন? ক) চকোত্তি মশায়ের বাড়ি খ) প্রতিবেশিনীর বাড়ি গ) মুখুয্যে বাড়ি ঘ) কুড়োমশায়ের বাড়ি ২৭. কবিতায সমস্ত নদীর অশ্রু কোথায় গিয়ে মেশে? ক) ব্রহ্মপুত্রে খ) মেঘনায় গ) পদ্মায় ঘ) সুরমায় ২৮. যুদ্ধে নবাব হেরে গেলে উমিচাঁদকে কত টাকা দেয়ার কথা ছিল? ক) ১০ লাখ টাকা খ) ১ কোটি টাকা গ) ২০ লাখ টাকা ঘ) ৭০ লাখ টাকা ২৯. সৈয়দ ওয়ালীউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? ক) চট্টগ্রামে খ) সিলেটে গ) কিশোরগঞ্জে ঘ) পাবনায় ৩০. ‘গল্পগুচ্ছে’ কতটি গল্প সংকলিত হয়েছে? ক) ৯১ খ) ৯২ গ) ৯৪ ঘ) ৯৫ ৩১. কত ফ্রাঁ দিয়ে চমৎকার গোলাপফুল পাওয়া যায় বলে মসিয়ে বলেছিল? ক) সাত খ) আট গ) নয় ঘ) দশ ৩২. চাষারা কেবল কী উৎপাদন করে বলে লেখিকা উল্লেখ করেছেন? ক) পাট খ) ধান গ) গম ঘ) ডাল ৩৩. শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন? ক) ১৮২৮ সালে খ) ১৯২৮ সালে গ) ১৯২৯ সালে ঘ) ১৮২৯ সালে ৩৪. কৈলেশের মাথার চুল কেমন ছিল? ক) কদমছাঁটা শুষ্ক খ) বাটিছাঁটা রুক্ষ গ) কদমছাঁটা রুক্ষ ঘ) আধাপাকা রুক্ষ ৩৫. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন? ক) ১৮৯০ খ) ১৮৯৫ গ) ১৮৯৯ ঘ) ১৯০৩ ৩৬. মজিদের ডাকের স্বরে সর্বদা কোন বিষয়টি বিদ্যমান? ক) মধু খ) হিংসা গ) করুণা ঘ) প্রভুত্ব ৩৭. রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন? ক) সাহিত্য সাধনার জন্য খ) জমিদারি দেখাশোনার জন্য গ) প্রকৃতির কাছে থাকার জন্য ঘ) মানুষের কাছাকাছি থাকার জন্য ৩৮. ‘সাম্যবাদী’ কবিতায় কীসের গানের কথা বলা হয়েছে? ক) শৈত্রী খ) ভ্রাতৃত্ব গ) স্বাধীনতা ঘ) সাম্য ৩৯. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ধানের গন্ধকে কেমন বলে উল্লেখ করা হয়েছে? ক) মিষ্টি খ) অস্ফুট গ) সতেজ ঘ) মোহময় ৪০. উনিশ শ’ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত কবিতা কোনটি? ক) একটি ফটোগ্রাফ খ) উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ গ) ফেবব্রুয়ারি ১৯৬৯ ঘ) সবকয়টি ৪১. যারা ধান ভানে তাদের কী বলা হয়? ক) বারাণী খ) কিষাণী গ) মজুরানী ঘ) কামারনী ৪২. সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন? ক) ১৯৩৪ খ) ১৯৩৫ গ) ১৯৩৭ ঘ) ১৯৩৮ ৪৩. কীভাবে ভারতবাসী ধীরে ধীরে সভ্য থেকে সভ্যতর হয়েছে? ক) শিক্ষালাভের মাধ্যমে খ) যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে গ) শিক্ষা ও সম্পদ লাভের মাধ্যমে ঘ) কৃষিবিদ্যায় পারদর্শী হয়ে ৪৪. কোনটি ‘কুড়ি’ শব্দটির ব্যুৎপত্তি নির্দেশক শব্দ? ক) বিশ খ) কোরক গ) কুরি ঘ) কড়ি ৪৫. সন্ধ্যায় খাম নিয়ে উল্লসিত হয়ে মাদাম লোইসেলের স্বামীর ঘরে ফেরা কোন বিষয়টিকে প্রমাণ করে? ক) দায়িত্ববোধ খ) স্ত্রীর প্রতি ভালবাসা গ) উদার মনোভাব ঘ) সারল্য ৪৬. ‘আমার কাছে মাদাম ফোরসটিয়ারের হারখানা নেই।’ এ কথার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রস্ফুটিত হয়েছে? ক) ব্যর্থতা খ) যন্ত্রণা গ) লোভ ঘ) উত্তেজনা ৪৭. আম দেখে লেখক কী জিজ্ঞেস করলেন? ক) ও আম কিসের? খ) আম এনেছ কী জন্য গ) বুড়ি, বসে আছ কেন? ঘ) আবার আম নিয়ে এসেছে? ৪৮. ‘পতিত আত্মা’ বলতে ‘বিড়াল’ রচনায় কাকে বুঝানো হয়েছে? ক) শিরোমণি মহাশয় খ) বিড়াল গ) দরিদ্র্য ব্যক্তি ঘ) বৃদ্ধ লোক উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও বাসে সুবিধাজনক সিটে বসে কানে ইয়ারফোন লাগিয়ে যখন গান শুনছিলাম, এক বৃদ্ধ ভিক্ষুক এসে হাত পেতে জানায় এ জগতে তার কেউ নেই, তাকে কিছু সাহায্য করতে। বৃদ্ধকে দেখে ঠিক যেন আমার মৃত ঠাকুরদাদার কথা মনে পড়ে গেল, তাকে সাহায্য করতে পেরে আমার মন শান্ত করলাম। ৪৯. মাসি-পিসি মূলত কোন সমাজের কাছে হার মেনেছে? ক) পরশু সর্দারের বউ খ) জমির করাতির বউ গ) হাজরা ব্যাটার বউ ঘ) মুখুজ্যে বাড়ির বউ ৫০. ‘কুরআন-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক’- এখানে কোনটি ভারতীয় ধর্মগ্রন্থের বাইরে? র. কুরআন রর. পুরাণ ররর. বাইবেল নিচের কোনটি সঠিক? ক) লেখকের খ) বুড়ির গ) চক্কোত্তি মশায়ের ঘ) গোপালের মায়ের সঠিক উত্তর ১. (গ) ২. (খ) ৩. (খ) ৪. (ক) ৫. (খ) ৬. (ক) ৭. (গ) ৮. (গ) ৯. (ক) ১০. (গ) ১১. (ক) ১২. (ক) ১৩. (গ) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (গ) ২১. (খ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (ঘ) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (খ)
×