ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসার স্বার্থে দেশের নাম বদল

প্রকাশিত: ০৩:৫৪, ১৬ এপ্রিল ২০১৬

ব্যবসার স্বার্থে দেশের নাম বদল

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের নাম বদলে ফেলা হচ্ছে। নতুন নাম হবে চেকিয়া। আর এটা করা হচ্ছে যাতে ব্যবসা কোম্পানি এবং খেলাধুলার দল তাদের পণ্যের ওপর সহজভাবে এই নতুন নামটি লিখতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে চেক প্রজাতন্ত্র নামটিই বজায় থাকবে। সংক্ষিপ্ত নামটি ইতোমধ্যেই সেদেশের পার্লামেন্টে অনুমোদিত হয়েছে। নতুন নামের বিষয়ে জাতিসংঘকেও জানানো হবে। ১৯৯১ সালে তদানীন্তন চেকসেøাভাকিয়া ভেঙ্গে দুটি দেশ সেøাভাকিয়া ও চেক প্রজাতন্ত্র হয়। Ñ বিবিসি
×