ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পানামা পেপার্স স্পেনে শিল্প মন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ০৩:৫৪, ১৬ এপ্রিল ২০১৬

পানামা পেপার্স স্পেনে শিল্প মন্ত্রীর পদত্যাগ

বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী পানামা পেপার্স ও অন্যান্য গণমাধ্যম অফশোর কোম্পানিগুলোর সঙ্গে স্পেনের শিল্পমন্ত্রী হোসে ম্যানুয়েল সোরিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর শুক্রবার তিনি পদত্যাগ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমার ব্যবসায়ী কর্মকা- নিয়ে আমি যে ব্যাখ্যা দিয়েছি তা নিয়ে গত কয়েকদিন ধরে ভুল বোঝাবুঝি হচ্ছে। এটি স্পেন সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আমি পদত্যাগ করেছি।’ স্পেনের অনলাইন পত্রিকা এল কনফিডেনসিয়াল গত সোমবার এক খবরে জানায়, ১৯৯২ সালে দুই মাস একটি অফশোর কোম্পানির প্রশাসক ছিলেন সোরিয়া। পানামা পেপার্স ঘেঁটে এ তথ্য প্রকাশ করে পত্রিকাটি। এরপর সোরিয়া এক সংবাদ সম্মেলন ডেকে কোন পানামা কোম্পানির সঙ্গে তার যোগসূত্রের কথা অস্বীকার করেন। -এএফপি
×