ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ঘিরে রুশ যুদ্ধবিমানের মহড়া

প্রকাশিত: ০৩:৫৪, ১৬ এপ্রিল ২০১৬

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ঘিরে রুশ যুদ্ধবিমানের মহড়া

বাল্টিক সাগরে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সজ্জিত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের খুব কাছে এসে যুদ্ধংদেহী ভঙ্গিতে ওড়াউড়ি করেছে দুটি রুশ যুদ্ধবিমান। মঙ্গলবারের এ ঘটনাটি সাম্প্রতিককালের সবচেয়ে আক্রমণাত্মক ঘটনা বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা। খবর সিএনএনের। সুখোই এসইউ-২৪ যুদ্ধবিমান দুটি ১১ বার যুদ্ধজাহাজটির খুব কাছ দিয়ে উড়ে গেছে বলে বুধবার উল্লেখ করা হয়েছে। বিমান দুটি এত নিচ দিয়ে উড়ে গেছে যে তাতে সাগরের পানিতে ঢেউ তৈরি হয়। তবে বিমান দুটিতে কোন অস্ত্র বহন করা হচ্ছিল না। ঘটনার আগের দিনও বিমান দুটি ইউএসএস ডোনাল্ড ডেস্ট্রয়ারটির কাছ দিয়ে উড়ে গিয়েছিল বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তা।
×