ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপহৃত স্কুলছাত্রীদের নিয়ে বোকো হারামের ভিডিও

প্রকাশিত: ০৩:৫৩, ১৬ এপ্রিল ২০১৬

অপহৃত স্কুলছাত্রীদের নিয়ে বোকো হারামের ভিডিও

নাইজিরিয়ার জঙ্গী সংগঠন বোকো হারাম তাদের অপহৃত স্কুলছাত্রীদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। চিবুক শহর থেকে দু’বছর আগে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। তাদেরই ১৫ জনকে নিয়ে ভিডিওটি প্রকাশ করেছে সংগঠনটি। খবর সিএনএনের। ডিসেম্বরে ধারণ করা ভিডিওটি নাইজিরিয়া সরকারের কাছে পাঠানো হয়েছে। ভিডিওটিতে ওই নারীদের বোরকা পরা অবস্থায় দেখা গেছে। দেখা যাওয়া নারীদের বেশ কয়েকজনকে তাদের বাবা-মা শনাক্ত করতে পেরেছেন। ২০১৪ সালের মে মাসের পর এটিই প্রথম প্রকাশিত ভিডিও যেখানে অপহৃত শিক্ষার্থীদের দেখানো হয়েছে। ওই বছরেরই ১৪ এপ্রিল দু’শ’ ৭৬ জন স্কুলছাত্রী অপহৃত হয়। এ ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু তারপরও বেশিরভাগ স্কুলছাত্রীই এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। নাইজিরিয়ার রাজধানী আবুজাতে অপহৃত স্কুলছাত্রীদের সন্ধান লাভের জন্য সরকারের তৎপরতা আরও জোরদারের দাবিতে বাবা-মায়েরা বিক্ষোভের উদ্যোগ নিচ্ছেন।
×