ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরীয় সরকারী বাহিনীর আলেপ্পো অভিযান জোরদার

প্রকাশিত: ০৩:৫৩, ১৬ এপ্রিল ২০১৬

সিরীয় সরকারী বাহিনীর আলেপ্পো অভিযান জোরদার

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর চারদিকে বৃহস্পতিবার লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার সমর্থনে সিরিয়ার এ হামলার কারণে অস্ত্রবিরতি বেশ চাপের মুখে পড়েছে এবং জেনেভায় নতুন দফা শান্তি আলোচনা হুমকির সম্মুখীন হয়েছে। খবর এএফপির। সরকারী যোদ্ধা, বিদ্রোহী ও জিহাদীরা আলেপ্পো প্রদেশের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণলাভের জন্য লড়াই করছে এবং প্রায় সাত সপ্তাহের অস্ত্রবিরতি ভেঙ্গে পড়ার হুমকিতে রয়েছে। পাঁচ বছরের এ গৃহযুদ্ধে এই প্রথম সহিংসতা বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রুশ বিমানবাহিনীর সহায়তায় সিরীয় সৈন্যরা প্রাদেশিক রাজধানী আলেপ্পো শহরের ঠিক উত্তরে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে। শহরের বিরোধী অধিকৃত এলাকাগুলোর বাইরে উত্তর অভিমুখী এক রাস্তাসংলগ্ন পার্বত্য এলাকা হান্দারাতায়ের চারদিকে তীব্র লড়াই চলছে। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, সিরীয় বাহিনী রুশ ও সিরীয় বিমানের সহায়তায় পথটি বিচ্ছিন্ন করে দেয়ার এবং পার্শ্ববর্তী পূর্বাঞ্চল সম্পূর্ণভাবে অবরোধ করায় চেষ্টা চালাচ্ছে। আলেপ্পো শহরে বিরোধী-অধিকৃত পূর্বাঞ্চল থেকে এএফপি জানায়, শহর থেকে হামলার প্রচ- শব্দ শোনা গেছে। কিন্তু শহরে কোন আঘাত হানা হয়নি। ওয়াশিংটনে অস্ত্রবিরতির ব্যাপারে প্রচ- উদ্বেগ দেখা দিয়েছে।
×