ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরিয়ে নেয়া হয়েছে ৪৪ হাজার মানুষ

জাপানে ভূমিকম্পে নিহত নয়, আহত সাড়ে আট শ’

প্রকাশিত: ০৩:৫২, ১৬ এপ্রিল ২০১৬

জাপানে ভূমিকম্পে নিহত নয়,  আহত সাড়ে আট শ’

জাপানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাতে কয়েক দফা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৪ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এতে নয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও আট শ‘ পঞ্চাশজনেরও বেশি। খবর বিবিসি ও গার্ডিয়ানের। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতর ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামতো ও কিয়েশু প্রদেশে প্রথম দফা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির ইউকি শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর ৪০ মিনিটের মাথায় ৫ দশমিক ৭ এবং মধ্যরাতের পর ৬ মাত্রার আরও দুটি ভূমিকম্পে ওই অঞ্চল কেঁপে ওঠে। প্রথম দফা ভূমিকম্পে সুনামি সতর্কতা জারির পর কোন বিপদ না ঘটলেও কুমামতো ও কিয়েশু অঞ্চলে বহু বাড়িঘর ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। কোন পারমাণবিক বিদ্যুত কেন্দ্র বন্ধ না হলেও সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় বিদ্যুত ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। কুমামতোর পুলিশ কর্মকর্তা হিরোনাকি কোসাকি জানান, শুক্রবার সকাল পর্যন্ত তারা নয়জনের মৃত্যুর খবর পেয়েছেন। এদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী। এদের বয়স ২৯ থেকে ৯৪ এর মধ্যে। কুমামতোর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তাকাউকি মাসুশিতা জানান, ওই শহরের প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে শুক্রবার ভোরের মধ্যে সরিয়ে নেয়া হয়েছে। রাজধানী টোকিওতে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়াশিদে সুগা বলেন, ‘২০১১ সালের সুনামির পর এটি বড় ধরনের ভূমিকম্প। ১৯টি বাড়ি ধসে পড়েছে।’ বিশেষ নিরাপত্তা বাহিনী (এসডিএফ) এর সাড়ে ৩ হাজার সদস্য রাত থেকেই উদ্ধার কাজে নিয়োজিত বলে জাপানের প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে শতাধিক আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে। আরও অনেকে আসছেন। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পে রাস্তায় ফাটল ধরেছে, বেশ কিছু মঠ ও পুরনো একটি প্রাসাদ ধসে পড়েছে। কয়েকটি স্থানে আগুন লাগারও খবর পাওয়া গেছে। জাপান মেট্রোলোজিক্যাল এজেন্সি (জেএমএ) সতর্ক করে দিয়েছে যে, আগামী সপ্তাহে সম্ভবত শক্তিশালী কম্পন (আফটারশক) হতে পারে। এজন্য জেএমএ ঝুঁকিপূর্ণ ভবন থেকে দূরে থাকার জন্য নগরিকদের পরামর্শ দিয়েছে। এছাড়া কম্পনস্থলে অগ্ন্যুৎপাতেরও সম্ভাবনা রয়েছে।
×