ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিলারি-স্যান্ডারস তীব্র বাগ্বিতণ্ডা

প্রকাশিত: ০৩:৫২, ১৬ এপ্রিল ২০১৬

হিলারি-স্যান্ডারস তীব্র বাগ্বিতণ্ডা

আব্দুল মালেক, নিউইয়র্ক থেকে ॥ অবশেষে নিউইয়র্ক প্রাইমারির পাঁচ দিন আগে বৃহস্পতিবার রাতে ব্রুকলিন নেভি ইয়ার্ডে অনুষ্ঠিত হলো ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডারসের মধ্যে বহুল প্রতীক্ষিত ও আলোচিত বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কে ওয়াল স্ট্রিট, অস্ত্র নিয়ন্ত্রণ, ন্যূনতম মজুরি ও যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক প্রাধান্য পায়। বিতর্ক অনুষ্ঠানে এসব ইস্যুতে একে অপরের ওপর তীব্র আক্রমণ চালান। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াই সাম্প্রতিক দিনগুলোতে ক্রমশ নেতিবাচক রূপ নিচ্ছে। কারণ মনোনয়ন প্রত্যাশীরা প্রেসিডেন্ট পদে তাদের যোগ্যতা নিয়ে একে অপরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। নিউইয়র্ক প্রাইমারি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সিএনএনের উদ্যোগে অনুষ্ঠিত দু’ঘণ্টাব্যাপী বিতর্ক অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল অত্যন্ত উত্তেজনাকর ও নাটকীয়তায় ভরপুর। সেখানে বার্নির রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন হিলারী। বার্নিও হিলারির বিচার বুদ্ধি ও বিশ্বাসযোগ্যতায় সংশয় পোষণ করেছেন। এই বিতর্কের সমাপনীতে হিলারি বলেন, ‘আমরা এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা রক্ষা করা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা এমন ফলাফলে বিশ্বাসী যা নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে।’ অন্যদিকে, বিতর্কের সমাপ্তি টেনে বার্নি বলেন, ‘আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে কোটি মানুষ আমাদের সঙ্গে দাঁড়াবে। এর ফলে এমন একটি সরকার গঠিত হবে যে সরকার কাজ করবে সকলের জন্য- কেবল মাত্র মুষ্ঠিমেয় মানুষের জন্য নয়।’ এর আগে বুধবার রাতে সিনেটর বার্নি স্যান্ডারস নিউইয়র্কের ওয়াশিংটন স্কোয়ারে ৩০ হাজার মানুষের উল্লাস মুখর এক সমাবেশে বলেন, প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সঙ্গে তার বড় পার্থক্য হচ্ছে, এই নির্বাচনে তিনিই (স্যান্ডারস) হলেন এক মাত্র মনোনয়নপ্রত্যাশী যিনি নির্বাচনী ফান্ড গঠনে বিলিয়নিয়ার গোষ্ঠীর অর্থ গ্রহণে অস্বীকার করেছেন। তরুণ ভোটারে পরিপূর্ণ এই বিশাল সমাবেশে তিনি আরও বলেন, কারা কিভাবে এই নির্বাচনে তহবিল সংগ্রহ করছে সে বিষয়ে তার কাছে তথ্য আছে। কিন্তু তিনি বিলিয়নিয়ার গোষ্ঠী, কর্পোরেট আমেরিকা অথবা ওয়াল স্ট্রিটের প্রতিনিধিত্ব করেন না। বার্নি বলেন, প্রতিদ্বন্দ্বী হিলারি ২৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন বিশেষভাবে আগ্রহী গ্রুপের কাছ থেকে। ওয়াল স্ট্রিট থেকে তিনি নিয়েছেন ১৫ মিলিয়ন ডলার। এই সমাবেশ ও বিতর্কের আগে পরিচালিত এক জনমত জরিপে হিলারি ক্লিনটন নিউইয়র্ক প্রাইমারিতে বার্নি স্যান্ডারসের চেয়ে এগিয়ে ছিলেন ১০ পয়েন্টে। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জন ক্যাসিক ও ক্রুজের থেকে এগিয়ে আছেন ২০ পয়েন্টে। বুধবার সন্ধ্যায় ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াতের সামনে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৪ এপ্রিল প্রকাশিত সিবিএস পরিচালিত জাতীয় নির্বাচনী সমীক্ষায় দেখা যায়, হিলারি ক্লিনটন মনোনয়ন পেলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ১০% এবং সিনেটর টেড ক্রুজকে ৩% বেশি ভোটে পরাজিত করবেন। কেবলমাত্র তার বিরুদ্ধে গবর্নর জন ক্যাসিক জয়ী হবেন। সমীক্ষায় আরও বলা হয়েছে সিনেটর বার্নি স্যান্ডারস তিন রিপাবলিকানকেই হারাতে সক্ষম।
×