ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গী অর্থায়ন

ফারজানার জামিন ফের ৫ জুন পর্যন্ত স্থগিত

প্রকাশিত: ০৯:০৬, ১৪ এপ্রিল ২০১৬

ফারজানার জামিন ফের ৫ জুন পর্যন্ত স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থ যোগান দেয়ার অভিযোগে সন্ত্রাস দমন আইনে করা মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানার হাইকোর্টের দেয়া জামিন আদেশ আগামী ৫ জুন পর্যন্ত স্থগিত করেছে আপীল বিভাগ। জাতীয় সংসদের এমপিরা শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। শেখ জামালের আট ফুটবলার কোন দলে খেলবেন তা দুই সপ্তাহের মধ্যে নির্ধারণ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানান্তর না করে রাজধানীর হাজারুীবাগে যেসব ট্যানারি এখনও তাদের কার্যক্রম পরিচালনা করছে তাদের তালিকা চেয়েছে আদালত। বুধবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। জঙ্গী সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থ যোগান দেয়ার অভিযোগে সন্ত্রাস দমন আইনে করা মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানার হাইকোর্টের দেয়া জামিন আদেশ আগামী ৫ জুন পর্যন্ত স্থগিত করেছে আপীল বিভাগ। এই নিয়ে তৃতীয় বারের মতো আপীল বিভাগে তার জামিন স্থগিতের মেয়াদ বৃদ্ধি পেল। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগ এই আদেশ দেয়। আদালতে শাকিলার পক্ষে ছিলেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সগীর হোসেন লিয়ন। শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিদের সভাপতি পদ নিয়ে রুল ॥ জাতীয় সংসদের এমপিদের শিক্ষা ুপ্রতিষ্ঠানে সভাপতি পদে থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ শিক্ষা বোর্ডের পরিদর্শক, ভিকারুন্ননেসা স্কুলের অধ্যক্ষ, সভাপতি রাশেদ খান মেননকে জবাব দিতে বলা হয়েছে। আট ফুটবলারের দল নির্ধারণের নির্দেশ ॥ শেখ জামালের আট ফুটবলার কোন দলে খেলবেন তা দুই সপ্তাহের মধ্যে নির্ধারণ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার রুলের নিষ্পত্তি করে বাফুফেকে ওই খেলোয়াড়দের ক্লাব নির্ধারণে আদেশ দেয় হাইকোর্ট। ট্যানারির তালিকা চেয়েছে হাইকোর্ট ॥ সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানান্তর না করে রাজধানীর হাজারীবাগে যেসব ট্যানারি এখনও তাদের কার্যক্রম পরিচালনা করছে তাদের তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে শিল্প সচিবকে এই তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
×