ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূমিকম্পে মোবাইল ফোন সংযোগে ভোগান্তি

প্রকাশিত: ০৮:৫১, ১৪ এপ্রিল ২০১৬

ভূমিকম্পে মোবাইল ফোন সংযোগে ভোগান্তি

বিডিনিউজ ॥ রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠার পর কিছু সময় কল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে মোবাইল ফোন গ্রাহকদের। বুধবার রাতে ভূকম্পনের পর বিভিন্ন অপারেটরের একাধিক গ্রাহক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তখন চেষ্টা করেও ফোন করা যাচ্ছিল না। কী কারণে এই সমস্যা হয়েছিল- জানতে চাইলে একটি অপারেটরের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পের পর একযোগে সবাই মোবাইল ফোনে অন্যজনের খোঁজ নেয়ার চেষ্টা করেছিল। এর ফলে একযোগে সুইচিং সেন্টারগুলোতে চাপ পড়ায় কল আদান প্রদানে সমস্যা দেখা দেয়। তবে কয়েক মিনিট পরই তা স্বাভাবিক হয়ে আসে।
×