ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেকেআরকে হারিয়ে মুম্বাইয়ের প্রথম জয় দ্বিতীয় ম্যাচেও জায়গা হয়নি সাকিবের

প্রকাশিত: ০৮:৫১, ১৪ এপ্রিল ২০১৬

কেকেআরকে হারিয়ে মুম্বাইয়ের প্রথম জয় দ্বিতীয় ম্যাচেও জায়গা হয়নি সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে দ্বিতীয় ম্যাচেই হার দেখল কলকাতা নাইট রাইডার্স। বুধবার সাকিবহীন কেকেআরকে থামিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দল ৬ উইকেটে হারিয়েছে কেকেআরকে। সেইসঙ্গে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিল মুম্বাই। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স এদিন নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে ৪ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই ১৮৮ রান তুলে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। কেকেআরের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে মুম্বাই। দলীয় ৫৩ রানে পার্থিব প্যাটেল সাজঘরে ফিরে গেলেও একপাশ আগলে রাখেন অধিনায়ক রোহিত শর্মা। শেষ পর্যন্ত ৮৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন জোশ বাটলার। কেকেআরের আন্দ্রে রাসেল, পিযুষ চাওলা ও কুলদীপ যাদব প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই ধাক্কা খায় কলকাতা। দলীয় ২১ রানে আউট হন রবিন উথাপ্পা। তবে মুম্বাইয়ের বোলারদের ওপর চড়াও হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে মনিষ পান্ডেকে সঙ্গে নিয়ে ১০০ যোগ করেন অধিনায়ক গৌতম গাম্ভীর। মাত্র ২৯ বলে তিন চার ও তিন ছয়ে ৫২ রানের এক ঝড়ো ইনিংস খেলে আউট হন পান্ডে। পান্ডে ফিরে গেলেও দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন গাম্ভীর। ৫২ বলে চারটি চার ও এক ছয়ে ৬৪ রান করা গাম্ভীরকে ফেরান হার্দিক পান্ডে। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ইনিংসটি আসে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে। ১৭ বলে এক চার ও চার ছয়ে ৩৬ রান করা রাসেল ম্যাকক্লেনাঘানের বলে বোল্ড হয়ে নিজের উইকেট হারান। মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন মিচেল ম্যাকক্লেনাঘান। আর হরভজন সিং ও হার্দিক পান্ডে পেয়েছেন একটি করে উইকেট। তবে ম্যাচসেরা হন মুম্বাইয়ের রোহিত শর্মা।
×