ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে চীনের মন্ত্রীর সাক্ষাত

প্রকাশিত: ০৮:৫০, ১৪ এপ্রিল ২০১৬

রাষ্ট্রপতির সঙ্গে চীনের মন্ত্রীর সাক্ষাত

চীনের পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী কং জুয়ানউ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে চীনের সহকারী মন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। খবর বাসসর। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৈঠকে রাষ্ট্রপতি বলেছেন, কৃষি, যোগাযোগ এবং অবকাঠামোসহ বিভিন্ন খাতে চীনের সহায়তা বৃদ্ধি পাচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈঠকে রাষ্ট্রপতি চীনে বাংলাদেশী পণ্যের শুল্ক মুক্ত প্রবেশ সুবিধা প্রদানের জন্য সেদেশের সরকারের প্রশংসা করে বলেন, এতে চীনে বাংলাদেশী পণ্যের রফতানি বৃদ্ধিতে সহায়ক হবে। রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশ সফরে আসতে চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিংককে আমন্ত্রণ জানান। সরকারী কর্মকমিশনের বিদায়ী চেয়ারম্যানের সাক্ষাত ॥ বাংলাদেশ সরকারী কর্মকমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান একরাম আহমেদ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বিপিএসসি চেয়ারম্যান তার দায়িত্ব পালনকালে কমিশনের বিভিন্ন কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সহযোগিতা দেয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
×