ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৮:৪৮, ১৪ এপ্রিল ২০১৬

ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই ॥ হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের তরফে সাফ জানিয়ে দেয়া হলো যে, কথিত ওলামা লীগ আওয়ামী লীগের কোন অঙ্গ-সহযোগী কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন নয়। ওলামা লীগের নেতারা মাঝে মধ্যে বিভ্রান্তিকর কথা বলে ও কর্মকা- চালায়। যা আওয়ামী লীগের নীতি বা আদর্শের সঙ্গে যায় না। সম্প্রতি এক অনুষ্ঠানে বৈশাখী অনুষ্ঠান বাতিলসহ সাম্প্রদায়িক উস্কানিমূলক কিছু বক্তব্যের বিরুদ্ধে কথিত ওলামা লীগের বিরুদ্ধে যখন সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দেয়া হলো ওলামা লীগের সঙ্গে ক্ষমতাসীন দলটির কোন সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এসব কথা বলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ দশমিক শূন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়ার জবাব দিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, সারা পৃথিবী যখন প্রশংসা করে, তখন রাজনৈতিক ও চেতনার দৈন্য এত নিচে যে তারা (বিএনপি) বাংলাদেশের অগ্রগতিকে প্রশংসা করতে পারে না।
×