ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার নববর্ষে কারাবন্দীরা ইলিশ খেতে পারবে না

প্রকাশিত: ০৮:০৬, ১৪ এপ্রিল ২০১৬

এবার নববর্ষে কারাবন্দীরা ইলিশ খেতে পারবে না

স্টাফ রিপোর্টার ॥ পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ খাবার হিসেবে দেশের সকল কারাগারে আটক প্রায় ৭০ হাজার বন্দীর খাবারের তালিকা থেকে ইলিশ মাছ বাদ দিতে নির্দেশনা প্রদান করেছে কারা অধিদফতর। একই সঙ্গে অধিক গরমের কারণে হিটস্ট্রোক থেকে বন্দীকে বাঁচাতে ও বন্দীর কষ্ট লাঘবে কারাবন্দীদের প্রতি আরও মানবিক হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। কারাগারে আটক বন্দীদেরকে বছরে একবার খাদ্য তালিকায় ইলিশ মাছ খাওয়ানো হয়। আর তা পহেলা বৈশাখেই একবার খেতে দেয়া হয়। আটক বন্দীদের প্রতিকেজি ৪৫০ টাকা দরে ঠিকাদাররা কারাগারে ইলিশ মাছ সরবরাহ করে থাকেন। নিয়মানুযায়ী পরবর্তীতে যে কোন সময় বন্দীকে কারাগারে ইলিশ সরবরাহ করবেন বলেও জানা গেছে। কারাসূত্র জানায়, বাজারে ইলিশের স্বাভাবিক সময়ে কারাবন্দীদের ইলিশ মাছ খাওয়ানো হবে।
×