ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠার আহ্বান সৈয়দ আশরাফের

প্রকাশিত: ০৮:০৬, ১৪ এপ্রিল ২০১৬

মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠার আহ্বান সৈয়দ আশরাফের

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সঙ্কীর্ণ ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দিনবদলের সংগ্রামে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। বুধবার এক বিবৃতিতে সৈয়দ আশরাফুল ইসলাম বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সূচিত উন্নয়নের ধারাকে বেগবান করার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, নতুন বছরে অঙ্গীকার হোক, যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ ও সুশাসন প্রতিষ্ঠা করা। একটি উদার সহিষ্ণু অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে সার্থকরূপে বাস্তবায়ন করার কথাও বলেন তিনি। এদিকে বাংলা নববর্ষ ১৪২৩ বরণ উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা ও উপদেষ্টা পরিষদ সদস্যরা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।
×