ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ান্ডার ওম্যান গ্যাল গ্যাডোট

প্রকাশিত: ০৭:১২, ১৪ এপ্রিল ২০১৬

ওয়ান্ডার ওম্যান গ্যাল গ্যাডোট

জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা- সবই ইসরাইলে। তবু হলিউডে দারুণভাবে জায়গা করে নিয়েছেন গ্যাল গ্যাডোট। ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস’ দিয়ে শুরু করা এ অভিনেত্রীর ‘ওয়ান্ডার ওম্যান’ হওয়ার খবর এসেছে। আসছে নতুন ছবিও, ‘ক্রিমিনাল’। তাকে নিয়ে লিখেছেন জারিন নিম্মি যখন তাকে জিজ্ঞাসা করা হয়, ছোটবেলার এমন কোন স্মৃতি আছে যেটা কিছুটা হলেও ঈঙ্গিত দেয় যে, ভবিষ্যতে এমনটাই হবেন? সবার নজর কাড়বেন? ইসর্ইালের এক শহরতলীতে জন্ম নেয়া হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডোট বলেন উত্তরে, ‘আমার মনে নেই, তবে মা বলতেন, যখন আমার বয়স বছর তিন তখন একবার বাড়ির ছাদে পার্টি হচ্ছিল। আমাকে শুইয়ে রাখা হয়েছিল বিছানায়। সব মেহমান ছাদে, পার্টি নিয়েই সবাই ব্যস্ত। আমার কাছে ধারে কেউ আসছিল না। পরে ছাদে গিয়ে পানির পাইপ দিয়ে সবাইকে ভিজিয়ে দিয়েছিলাম মনোযোগ আকর্ষণ করতে।’ গ্যাল শব্দের অর্থ ঢেউ, আর গ্যাডোট অর্থ নদীর তীর। সুতরাং তীরে ঢেউ আছড়ে পড়বে, এটাই নিয়ম। কিশোরী বয়সেই গ্যাডোট মডেলিংয়ের অফার পান। যদিও খুব একটা আগ্রহী ছিলেন না এতে। বারো বছর যুক্ত ছিলেন নাচের সঙ্গে। ব্যালে, হিপহপ, মডার্ণ, জ্যাজ- সবই শিখেছেন। কোরিওগ্রাফারও হতে চেয়েছিলেন। এরই মধ্যে মিস ইসরাঈল সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, এবং সেরা সুন্দরীর খেতাব জিতে নেন। গ্রাজুয়েশন শেষ করার পর গ্যাডোট যোগ দেন ইসরাঈল প্রতিরক্ষা বাহিনীতে। সেখানে বছর দুই ছিলেন। তার মতে, দুই তিন বছর আর্মিতে সময় দিলে সম্মান ও নিয়মশৃঙ্খলা ভালভাবে শেখা যায়। জীবনে খুবই জরুরি এটা। আইনজীবি হতেও চেয়েছিলেন তিনি। সে লক্ষ্যেই ভর্তি হন ‘ল’ স্কুলে। এর কয়েকমাস পরই ডাক পান জেমস বন্ড সিরিজে অডিশনের জন্য। যদিও পরে বাদ পড়েন। তবে ভিন ডিসেল সিরিজের চতুর্থ ছবি ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস’-এ বন্ডগার্লের ভূমিকায় অভিনয়ের সুযোগ পান গ্যাডেট। নতুন খবর হচ্ছে, তিনিই প্রথম নন-আমেরিকান যিনি বহুল আলোচিত কমিক চরিত্র ‘ওয়ান্ডার ওম্যান’ হতে যাচ্ছেন। তিনি নিজেও প্রথমে ভাবেননি যে এ চরিত্রের জন্য তাকেই সিলেক্ট করা হবে! ভেবেছিলেন অন্য কোন ক্যারেক্টারের জন্য তাকে অডিশন দিতে হবে। কারণ, তিনি যথেষ্ট রোগা, এবং চরিত্রটির সঙ্গে খাপ খাওয়ার মত অত মাসলও নেই। তবু শেষ পর্যন্ত আমরা গ্যাল গ্যাডোটকেই নতুন ওয়ান্ডার ওম্যান হিসেবেই দেখতে পাচ্ছি। পেটি জেনকিন্স পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে আগামী বছরের জুনে। গত মাসে মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ ছবিতে অভিনয় তাকে ওয়ান্ডার ওম্যান হতে অনেকখানি সাহায্য করেছে বলেই মনে করছেন অনেকে। গ্যাল গ্যাডেটের নতুন ছবি ‘ক্রিমিনাল’ এপ্রিলের ৭ তারিখ ছবিটি মুক্তি পেয়েছে লন্ডনে। আগামীকাল যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সিআইএ এজেন্ট বিল পোপ, যে চরিত্রটি করেছেন রায়ান রোনাল্ডস, তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন গ্যাডোট।
×