ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫০ এসএমই প্রতিষ্ঠানকে অর্থ দিচ্ছে ইইউ

প্রকাশিত: ০৭:০০, ১৪ এপ্রিল ২০১৬

৫০ এসএমই প্রতিষ্ঠানকে অর্থ দিচ্ছে ইইউ

হরাইজোন ২০২০ কর্মসূচীর তহবিল থেকে সাম্প্রতিক দফায় অনুদান দেয়ার জন্য বিশ্বের ১৪টি দেশের ৫০টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে (এসএমই) নির্বাচন করেছে ইউরোপীয় কমিশন (ইসি)। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গবেষণা ও উদ্ভাবন-সংক্রান্ত কাঠামোবদ্ধ কর্মসূচী হরাইজোন ২০২০। সম্প্রতি ইসির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। ইসির বক্তব্য অনুসারে, প্রকল্প পরিচালনাকারী নির্বাচিত কোম্পানিগুলোর প্রতিটি সর্বোচ্চ ২৫ লাখ ইউরো (২৮ লাখ ৫০ হাজার ডলার) ডলার অনুদান পাবে নিজেদের নতুন নকশাকৃত পণ্য বাজারে আনার জন্য। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত প্রল্পগুলো সর্বোচ্চ ৫০ লাখ ইউরো অনুদান সুবিধা পাবে। -অর্থনৈতিক রিপোর্টার ২৭০০ গাড়ি প্রত্যাহার করছে টেসলা মোটরস যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরস দেশটির বাজার থেকে ২ হাজার ৭০০টি এক্স মডেলের স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) গাড়ি প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে। দৃঢ়তার পরীক্ষায় সম্ভাব্য ত্রুটি শনাক্তের পর তৃতীয় সারির আসন মেরামতের জন্য গাড়িগুলো প্রত্যাহার করে নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত মার্কিন গ্রাহকদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় টেসলা জানায়, সম্প্রতি আসন দৃঢ়তার একটি পরীক্ষায় এসইউভি মডেল এক্স-এর তৃতীয় সারির আসনগুলো পিছলে যাওয়ার ত্রুটি শনাক্ত করা গেছে। গাড়ি প্রত্যাহার কর্মসূচী চলার আগ পর্যন্ত গ্রাহকরা মডেল এক্স-এর পূর্ণ ব্যবহার করতে পারবেন বলে ই-মেইলে জানানো হয়েছে। সেক্ষেত্রে সাময়িকভাবে তৃতীয় সারির আসনে কাউকে না বসানোর জন্য অনুরোধ জানিয়েছে গাড়ি নির্মাতা কোম্পানি। -অর্থনৈতিক রিপোর্টার বাংলালিংক এবং সামিট কমিউনিকেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর কোম্পানি বাংলালিংক সামিট কমিউনিকেশন্স লিমিটেডের (এসসিএল) সঙ্গে অবকাঠামো বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। বাংলালিংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এরিক অস এবং সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোঃ আরিফ আল ইসলামসহ উভয়পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।
×