ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজেট হবে অসৎ ব্যবসায়ীদের জন্য মূর্তিমান আতঙ্ক

প্রকাশিত: ০৭:০০, ১৪ এপ্রিল ২০১৬

বাজেট হবে অসৎ ব্যবসায়ীদের জন্য মূর্তিমান আতঙ্ক

অর্থনৈতিক রিপোর্টার ॥ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, আগামী অর্থবছরের বাজেট হবে সৎ ব্যবসায়ীদের জন্য প্রণোদনার আর অসৎ ব্যবসায়ীদের জন্য মূর্তিমান আতঙ্ক। কারণ যেসব ব্যবসায়ী কর ফাঁকি দেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে। বুধবার রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনা তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। বৈঠকে এনবিআরের সদস্য (ভ্যাট) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসাইন, প্রাক-বাজেট সমন্বয়কারী আকবর হোসেন, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম কাদির। নজিবুর রহমান বলেন, অভ্যন্তরীণ সম্পদের মাধ্যমে দেশের উন্নয়ন তথা বাজেট প্রণয়ন করা এখন সময়ের দাবি। আমরা অভ্যন্তরীণ সম্পদের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে যাচ্ছি। আগামী বাজেট সম্পর্কে তিনি বলেন, বড় স্বপ্ন থাকলে তা বড় কিছু বাস্তবায়নের দিকে যেতে পারে। আমরা জানি সামনের রাজস্ব লক্ষ্যমাত্রা বড় হয়েছে। যদি আমরা সবাই মিলে এক সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে পারি তাহলে নির্ধারিত লক্ষ্যমাত্রা রাজস্ব আদায় করা সম্ভব। আসন্ন বাজেটকে গ্রীন বাজেট হিসেবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেট হবে চার বান্ধব বাজেট। এগুলো হলো জনবান্ধব, করদাতা বান্ধব, উন্নয়ন বান্ধব এবং পরিবেশ বান্ধব। তিনি বলেন, যারা বন্ড সুবিধার অপব্যবহার করে তারা জাতীয় শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমার সহকর্মীরা কাজ করে যাচ্ছেন। যশোরে চার দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে শুরু হয়েছে চার দিনব্যাপী বহুমুখী পাটপণ্যের একক মেলা। স্থানীয় ঐতিহাসিক টাউন হল ময়দানে বুধবার দুপুরে বেলুন ফেস্টুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পাট অধিদফতরের মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন। যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার’ (জেডিপিসি) উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এর আগে টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিসিপি) নির্বাহী পরিচালক নাসিমা বেগম, পুলিশ সুপার আনিসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী রওশন আরা রাসু। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার সব স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে শেকড় যশোরের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলের বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাকে পণ্যের পরিচিতি ও বিপণনে সহায়তা করার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পাটপণ্যের প্রায় ৪৫টি স্টল রয়েছে। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে।
×