ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:৫৬, ১৪ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় স্টক এক্সচেঞ্জে বুধবার সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের পরিমাণও কমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭.৮৭ শতাংশ লেনদেন কমে ৩০০ কোটির ঘরে নেমে গেছে। তবে সূচকের সামান্য বৃদ্ধির দিনেও ইস্টার্ন কেবলস, আরডি ফুডস, যমুনা অয়েল, আরামিট ও জেমিনি সী ফুডের শেয়ারের বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। এছাড়া ছোট মূলধনী আরও কিছু কোম্পানির দিনটিতে ভাল দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সকালে বেশিরভাগ কোম্পানির দরবৃদ্ধি দিয়ে শুরুর কারণে লেনদেনের গতিও কিছুটা ভাল ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর সেই ধারা বহাল থাকেনি। দিনশেষে ডিএসইতে ৩৯০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৮৪ কোটি ৮৯ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৭৪ কোটি ৯৬ লাখ টাকা। এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৩ পয়েন্টে। বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টি কোম্পানির, দর কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : যমুনা ওয়েল, আমান ফিড, মবিল যমুনা বিডি, ডরিন পাওয়ার, লঙ্কা বাংলা ফাইন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, লঙ্কা বাংলা ফাইনান্স, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রীড, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস ও বেক্সিমকো ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইস্টার্ন কেবলস, যমুনা অয়েল, আরামিট, জেমিনি সী ফুড, সাফকো স্পিনিং, জাহিন স্পিনিং, মেঘনা সিমেন্ট, আইসিবি, রিপাবলিক ইন্স্যুরেন্স ও অগ্রণী ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বিডি ল্যাম্পস, এআইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড, এ্যাপেক্স স্পিনিং, সামাতা লেদার, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স, বিএসআরএম লিমিটেড, প্রাইম লাইফ ও লঙ্কা বাংলা ফাইন্যান্স। অপরদিকে ঢাকার বাজারের মতো অপর বাজারেও সূচকের কিছুটা উর্ধগতি ছিল। দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৭৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, এমারেল্ড অয়েল, যমুনা অয়েল, লঙ্কা বাংলা ফাইন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম ও পদ্মা অয়েল।
×